Daily Horoscope: মামলায় ফাঁসতে পারে কোন রাশি ? কেমন যাবে বৃহস্পতিবার ?

Daily Horoscope Updates: কাজে বেরোনোর আগে একবার জেনে নিন, আজ ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, কেমন যাবে আজকের দিন ? কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।

মামলায় ফাঁসতে পারেন কোন রাশি, কেমন যাবে বৃহস্পতিবার ?

1/12
শরীর নিয়ে সতর্ক থাকুন। বুক-পেটের সমস্যায় ভুগতে পারেন। কাজের জায়গায় নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে।পরিবারের সদস্যদের শরীর নিয়ে চিন্তা বাড়বে। 
2/12
ব্যবসায় ভাল সুযোগ নষ্ট হতে পারে। পাওনা আদায়ে দেরি হবে। পড়ুয়াদের জন্য আজকের দিনটি খুবই ভাল। পড়াশোনার জন্য ভ্রমণের সুযোগ। শরীর নিয়ে খেয়াল রাখুন, নয়তো কাজে অসুবিধায় পড়বেন।পেটের সমস্যা দেখা দিতে পারে।  
3/12
কাজের সুযোগ আসতে পারে। ভ্রমণের জন্য আলোচনা, তবে খরচ বাড়তে পারে। ব্যবসায় সাফল্য আসবে। দাম্পত্যে সুখের দিন ফিরবে। বাড়তি কথা থেকে বিরত থাকুন, না হলে সমস্যায় পড়বেন।  
4/12
শেয়ারবাজারে বিনিয়োগ থেকে সতর্ক থাকুন। মাথা যন্ত্রনা বাড়তে পারে। বন্ধুদের নিয়ে বিবাদ। সাবধানে চলাফেরা করুন।সন্তানদের চাকরির যোগ। আবেগ নিয়ন্ত্রণে রাখুন নইলে বিপদ বাড়বে। একাকিত্বে ভুগতে পারেন। প্রিয় জনের থেকে ভালোবাসা পাবেন।  
5/12
শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারে।  সুযোগসন্ধানীদের থেকে সতর্ক থাকুন। বাড়তি কথা বলা থেকে বিরত থাকুন।  আর্থিক চাপ বাড়তে পারে। কাজের জায়গায় সমস্যায় পড়তে পারেন, সতর্ক থাকুন।
6/12
চাকরির স্থানে সতর্ক থাকুন। বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পান। সাবধানে চলাফেরা করবেন।   ব্যসায় উন্নতির সম্ভাবনা। শুভ যোগাযোগ আসতে পারে। বন্ধুদের থেকে উপকার পেতে পারেন। 
7/12
মনের কষ্ট আগের মতোই থাকবে। দিনটি ভাল মন্দ মিশিয়ে যাবে। কথার বলার সময় সতর্ক থাকুন, বুঝে বলুন। কর্মজীবনে সুযোগ ভাল আসবে। শরীর নিয়ে সতর্ক থাকুন।    
8/12
চাকরিতে কাজের চাপ বাড়বে। ব্যবসায় নতুন সুযোগ আসবে।  পরিবারকে নিয়ে ভ্রমণের পরিকল্পনা। তবে, জলপথে ভ্রমণ এড়িয়ে যান। বাইরে বেরোলে একটু সাবধানে চলাফেরা করুন। আপনার পরিবারের স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকুন।অপ্রিয় সত্যি বলতে গিয়ে অসুবিধায় পড়তে পারেন। 
9/12
মামলায় ফাঁসতে পারেন।  ভ্রমণের সুযোগ আসছে। শরীর নিয়ে সতর্ক থাকুন।  সামান্য ভুলে বড় ক্ষতি।  কাছের মানুষ থেকে আঘাত পেতে পারেন। প্রতিবেশিদের সঙ্গে সমস্যা মিটে যাবে। 
10/12
বাড়িতে আজ অতিথি আসতে পারে। প্রতিবেশিদের সঙ্গে বুঝে কথা বলুন। তর্ক হলে এড়িয়ে যান। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে।  ব্যবসায় চাপ বাড়লেও, উন্নতির সম্ভাবনা রয়েছে।  ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে । 
11/12
কাজের জায়গায় সুনাম পাবেন। ব্যবসায় ক্ষতি হওয়া সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের ব্যবহারে আঘাত পেতে পারেন।বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে। নিজের অসুবিধার কথা সবাইকে জানাবেন না। আবেগে নিয়ন্ত্রন রাখুন, নইলে সমস্যা বাড়বে । 
12/12
শত্রুভয় বেড়ে যেতে পারে। পায়ের যন্ত্রনা বাড়তে পারে। লটারি থেকে আয় আসবে।  কাজের ভালো সুযোগ আসবে। সন্তানদের কাজের থেকে ভালো খবর আসবে। ব্যবসায় আয় ভাল হবে।আর্থিক ব্যাপারে নতুন যোগ। কাজের জায়গায় সহকর্মীদের থেকে সাহায্য পাবেন।   
Sponsored Links by Taboola