Daily Horoscope 6 February: পুরনো ভুল থেকে শিক্ষা নিতে হবে কোন রাশির জাতকদের, আজকের রাশিফল
মাথা খাটিয়ে কাজ করুন। ধৈর্য হারাবেন না। কাজের জায়গায় কার্যসিদ্ধি হবে। ফাইনান্সের সঙ্গে যুক্ত থাকলে আজ সমস্যা হতে পারে।আমদানি-রফতানি ব্যবসায় লাভের সম্ভাবনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোনও বড় কাজে হাত দিলে সবকিছু জেনে তবেই এগোন। প্রযুক্তির ব্যবহারে লাভ হবে। তথ্য বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীদের গ্রাহকের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। শিল্পজগতের সংস্পর্শে আসার সুযোগ।
মাথার উপর ঋণের বোঝা থাকলে তা মেটিয়ে ফেলার পরিকল্পনা শুরু করুন। মিডিয়ার সঙ্গে যুক্ত হলে সজাগ থাকুন। খুচরো ব্যবসায়ীদের জন্য দিন শুভ। পড়ে গিয়ে চোট পাওয়ার সম্ভাবনা।
মানসিক ভাবে নিজেকে স্থির রাখুন। ব্যাঙ্কিং সেক্টরে থাকলে উন্নতির সম্ভাবনা। নগদে ব্যবসা করলে টাকা-পয়সা নিয়ে আরও সতর্ক হোন। নইলে ক্ষতি হয়ে যেতে পারে।
সূর্ষ নারায়ণের আরাধনায় দিন শুরু করুন। মন প্রসন্ন থাকবে, ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে পারবেন এবং সফলতা আসবে। তাড়াহুড়ো করবেন না।
অন্যের সাহায্যে এগিয়ে যেতে দ্বিধা বোধ করবেন না। কঠোর পরিশ্রম সত্ত্বেও কাজের জায়গায় দায়িত্ব সম্পূর্ণ ভাবে পালন করে উঠতে পারবেন কি না সন্দেহ রয়েছে। চাকরিক্ষেত্রে উন্নতি এবং বেতনবৃদ্ধির জন্য আরও অপেক্ষা করতে হবে। বড়দের পরামর্শ কাজে লাগবে। হালকা এবং স্বাস্থ্যকর খাবার খান।
আজ মন চঞ্চল হতে পারে। তাই মনোনিবেশ করতে হবে কাজে। কাজ সম্পূর্ণ না হলে উদ্বিগ্ন হতে পারেন। স্বাস্থ্য ভোগাতে পারে। শরীরকে অবহলা করবেন না। নইলে হাসপাতালে পর্যন্ত যেতে হতে পারে।
পুরনো সম্পর্ক জোড়া লাগবে। সব কাজেই মোটামুটি সাফল্য আসবে। অফিসে পুরনো ভুল থেকে শিক্ষা নিন। সহকর্মীদের সঙ্গে ভাল ভাবে কথা বলুন। রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত থাকলে নতুন কাজে হাত দেওয়ার সম্ভাবনা।
ফলের আশা না করে কাজ সম্পূর্ণ করুন। এতে সাফল্যও আসবে, আবার কাজের জায়গায় প্রশংসাও মিলবে। অসহায় মানুষের পাশে দাঁড়ান। বসের কাছে ধমক খেতে হতে পারে। দায়িত্ব বাড়বে। বিদেশে চাকরির জন্য চেষ্টা বাড়াতে হবে।
নিজের পছন্দের কাজ করুন আজ। ইতিবাচক চিন্তাভাবনা রাখুন মনে।আপনার নেতৃত্ব দেয়ার গুণ প্রশংসিত হবে। রাসায়নিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে প্রচার বাড়াতে হবে। ছোট ছোট জিনিস ভুলে যেতে পারেন। পুষ্টিকর খাবার খান।
সামাজিক এবং রাজনৈতিক কাজে সক্রিয়তা বাড়বে। তাতে মান-সম্মানও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলুন। আচরণ থাকুক সংযত। কাজের জায়গা এবং পরিবারে কারও সঙ্গে বিবাদে না জড়ানোই ভাল।
মন ভারী লাগবে আজ। ধ্যান করুন। কাজ নিয়ে তাড়াহুড়ো করবেন না। অনাবশ্যক উৎসাহ ক্ষতি করতে পারে। অনলাইন কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকুন। গহনা ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -