Daily Horoscope: সপ্তমীর রাশিফল: ফাটকা লাভের ক্ষেত্রে আরও সতর্ক হোন, স্বজনের সঙ্গে বিবাদে না জড়ানোই ভাল এঁদের...
অর্থনৈতিক দিক থেকে বৃহস্পতিবার মেষরাশির দিন ভাল কাটবে। জরুরি কাজগুলি সুষ্ঠ ভাবে মিটিয়ে নিন। নতুন কাজ শুরু করলে, মা-বাবার আশীর্বাদ নিন অবশ্যই। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও মান-সম্মান বৃদ্ধি হবে। অফিসে পদোন্নতি হতে পারে। কারও থেকে টাকা ধার নিতে হলে, বুঝেশুনে এগোন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ রাশির জাতকদের আয়বৃদ্ধি হবে। অচেনা মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। পারিবারিক অশান্তির জেরে মন ভারী হতে পারে। দাদা থাকলে কঠিন সিদ্ধান্তের ক্ষেত্রে পাশে পাবেন। কাছের মানুষদের মনের কথা খুলে বলতে পারবেন।
প্রতিকূল পরিস্থিতে ধৈর্য হারাবেন না। ঝুঁকিপূর্ণ কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল, নইলে পরে সমস্যায় পড়তে হবে। আচরণ হোক সংযমী। উন্নতির পথে যা বাধা রয়েছে, তা দূর হবে। পড়াশোনা করলে, আরও সিরিয়াস হোন। শারীরিক অসুস্থতাকে হেলাফেলা করবেন না।
শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়তে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদে জড়াতে পারেন আত্মীয়-স্বজনদের সঙ্গে। আধ্যাত্মিক কাজকর্মে জড়ানোর সুবাদে প্রশংসা কুড়োতে পারেন। কর্মক্ষেত্রে আপনার মতামত গুরুত্ব পাবে। ভাল কাজের পুরস্কার পেতে পারেন। মনে কোনও সন্দেহ, ধন্দ থাকলে, বাবার পরামর্শ নিন।
দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ গতি পাবে। ব্যবসায়ী সহযোগী হয়ে উঠতে পারেন কারও। প্রশাসনিক বিষয়ে আরও সতর্কতার প্রয়োজন। শত্রু অনিষ্ট করার চেষ্টা করবে। বিপদ থেকে বেরোতে হলে আরও চতুরতা দেখাতে হেব আপনাকে। পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে।
পার্টনারশিপে কোনও কাজ হলে, সুফল পাবেন। তবে পার্টনারের সঙ্গে বোঝাপড়া রেখে চলতে হবে। আর্থিক উন্নতির দিকে আরও মন দিন। আপনার কথার গুরুত্ব বাড়বে বাড়িতে। ফাটকা লাভ চাইলে আরও সতর্ক হতে হবে। পুরনো বন্ধুর কথায় আহত হতে পারেন।
তুলা রাশির জাতকরা খাওয়া-দাওয়ার বিষয়ে সতর্ক হোন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। ভয় পেলে চলবে না। সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হলে মান-সম্মান বাড়বে।
আইনি ঝামেলায় পড়তে পারেন। কাজ দুশ্চিন্তায় রাখতে পারে আপনাকে। ক্লান্তি বোধ করবেন, মাথার যন্ত্রণা ভোগাবে। সংসারে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। তাই ঝগড়া-বিবাদ এড়ান। চারপাশ থেকে অনেক তথ্য হাতে আসবে।
আধ্যাত্মিক বিষয়ে মনোযোগ বাড়বে। তীর্থে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না। জীবনসঙ্গীকে বড় প্রতিশ্রুতি দিতে পারেন। সন্তানের চাকরির যোগ রয়েছে। নতুন বাড়ি বা গাড়ি কেনার দিকে এগোতে পারেন।
মনে প্রেম, ভালবাসা থাকবে। নতুন কাজ শুরু করলে বাবার সঙ্গে শলা-পরামর্শ করুন। বাড়িতে ছোটদের আবদারে পিকনিক বা সিনেমা দেখা হতে পারে। পরিবারের লোকজনকে পাশে পাবেন। তবে পেটের সমস্যা ভোগাতে পারে।
উৎসবের আবহেও মনে অশান্তি থাকতে পারে। মতানৈক্য দেখা দিতেই পারে, সেই নিয়ে ঝগড়া করতে যাবেন না। নইলে বাড়িতেও কটাক্ষ শুনতে হতে পারে। ব্যবসায় সময়ে কাজ শেষ না হওয়ায় বিপত্তির সম্ভাবনা রয়েছে। এর ফলে আর্থিক লাভও আটকে যেতে পারে। মাকে নিয়ে চিন্তার কারণ রয়েছে।
কাল একটু সাবধান থাকতে হবে। কারও থেকে গাড়ি বা বাইক চেয়ে চাপবেন না। দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। কাউকে কিছু বলার আগে একটু চিন্তা-ভাবনা করুন। ভুল বোঝাবুঝি হতে পারে। বাড়িতে উৎসবের আমেজ থাকবে। ব্যস্ততা যতই হোক না কেন, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হোন। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -