Daily Horoscope: প্রেমে পড়তে পারেন সহকর্মীর, মিলতে পারে সুখবর, কোন রাশির, কেমন কাটবে দিন দেখে নিন
Astrological Predictions: কেমন কাটবে আজকের দিন? দেখে নিন একঝলকে।
প্রতীকী চিত্র।
1/12
মেষ- পারিবারিক ঝুট-ঝামেলায় জড়াতে পারেন। অশান্তি যতটা পারেন এড়ান। বিনিয়োগের ক্ষেত্রে নিজের মতে চলুন।
2/12
বৃষ-গত কয়েকদিন ধরে অশান্তি চললে, আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। খরচে লাগাম টানুন। দাম্পত্যে সময় দিতে হবে।
3/12
মিথুন-কাজের জায়গায় চাপ বাড়বে। তবে কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য রাখতে হবে। ভয় বা নিরাপত্তাহীনতায় ভুগবেন না।
4/12
কর্কট- মনের অসন্তোষ দূর হবে। লক্ষ্যে নিবিষ্ট থাকুন এই সময়। প্রেমে পড়ার আদর্শ সময়।
5/12
সিংহ- কাজের ক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। প্রভাবশালী কারও সান্নিধ্যে আসতে পারেন। সঙ্কটে পরিবারকে পাশে পাবেন।
6/12
কন্যা- কাজের জায়গায় সাফল্য আসবে। সময়ের সদ্ব্যবহার করতে শিখুন। বিদেশযাত্রার সুযোগ আসতে পারে।
7/12
তুলা- নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দেবেন না। একটুতেই ধৈর্য হারাবেন না। কাজের জায়গায় কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রেমের সম্পর্কে তর্কে না জড়ানোই ভাল।
8/12
বৃশ্চিক-ধৈর্য ধরলে কাজের জায়গায় হাতেনাতে ফল পাবেন। ব্যবসায় ফাটকা লাভের সম্ভাবনা। দাম্পত্যে অশান্তির সম্ভাবনা নেই।
9/12
ধনু- কাজের জায়গায় প্রেমে পড়ার ঘোর সম্ভাবনা রয়েছে। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। শিল্পী এবং ব্যবসায়ীদের জন্য ভাল সময়।
10/12
মকর-সমাজে কদর বাড়বে। পরিবারে শান্তি বজায় থাকবে। কিছু কেনার আগে বিচার-বিবেচনা করুন।
11/12
কুম্ভ- নথি পড়ে তবে সই করুন। বিনিয়োগের আগে নিজের বুদ্ধি খাটান। পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে।
12/12
মীন- পরিশ্রমের ফল পেতে পারেন। কাজে বাড়তি উৎসাহও পাবেন আজ। সহকারীদের সহযোগিতাও পেতে পারেন। এমনকি সুখবরও মিলতে পারে।
Published at : 17 Nov 2023 06:00 AM (IST)