Daily Horoscope: স্বাস্থ্য খাতে খরচ বাড়বে তুলার, চিন্তা বাড়বে মীনের, কেমন কাটবে আপনার দিন?
নতুন বছরে নতুন উদ্যমে কাজ শুরু করতে পারেন। গাড়ি কিমনতে পারেন। অফিসে অতিরিক্ত কথা বলে সময় নষ্ট করবেন না। সময়ের গুরুত্ব বুঝে কাজ শেষ করতে হবে। আর্থিক লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা। নতুন প্রজেক্ট হাতে আসতে পারে। তবে তা শেষ করতে সময় লাগবে। তবে কেউ ঠকাতেও পারেন। সঙ্গীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। সমস্যা মেটানোর চেষ্টা করতে হবে। ডায়বেটিক রোগীরা অসুস্থ বোধ করতে পারেন। স্বাস্থ্য খাতে খরচ বাড়বে। তাতে মানসিক অশান্তি বাড়বে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসৃজনশীল কাজের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা বিশেষ মর্যাদা পেতে পারেন। চাকরির সুযোগ আসতে পারে। ওষুধের ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের সতর্ক থাকতে হবে। কোনও সমস্যায় পড়তে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে তরুণদের। কোনও কাজ করার আগে বাবা মায়ের সঙ্গে পরামর্শ করুন। তাঁদের উপদেশ কাজে আসবে। মানসিক শান্তি মিলবে। পুরনো বিবাদ মিটে যেতে পারে। ওজন কমাতে নজর দিতে হবে। বাইরের খাবার না খাওয়াই ভাল।
সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। কারও সঙ্গে তর্কে জড়াবেন না। পুরনো কোনও ভুল নিয়ে আক্ষেপ হতে পারে ব্যবসায়ীদের। ঋণ নিয়ে থাকলে তা শোধ দিতে হবে। রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে তরুণদের। কারণ রাগের কারণেই সমস্যা বাড়তে পারে। পড়াশোনা নিয়ে বাধার মুখে পড়তে পারেন পড়ুয়ারা। বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। বাড়ির পাশে আবর্জনা জমা হতে দেবেন না। তাতে রোগ সংক্রমণের আশঙ্কা রয়েছে। সমস্যায় পড়লে কোনও আত্মীয়কে পাশে পাবেন।
সরকারি দফতরে কর্মরতদের কাজের চাপ বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হতে পারে। ব্যবসায়ীদের আয়ের নতুন প্রশস্ত হবে। পারিবারিক ব্যবসা থাকলে তা থেকে আয় ভাল হবে। কেরিয়ারের দিকে নজর দিতে হবে নতুন প্রজন্মকে। স্বপ্ন দেখা থামালে চলবে না। স্বপ্ন পূরণের লক্ষ্য থাকলে তবেই কেরিয়ার গড়ার পথও মসৃণ হবে। নতুন বছরে বাড়ির কাজ করতে পারেন। কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়ির সবার সঙ্গে পরামর্শ করুন। সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাবার খেতে হবে।
অফিসের কাজ দ্রুত শেষ করতে পারবেন। ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। আর্থিক লাভের মুখ দেখবেন অনলাইন ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত। তাতে মানসিক শান্তি বাড়বে। অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। অঙ্কন সহ যে কোনও সৃজনশীল কাজকেই কেরিয়ার হিসেবে বেছে নিতে পারেন। স্বাস্থ্যকে অবহেলা করবেন না। সময়মতো খাওয়াদাওয়া করতে হবে। সমাজে সম্মান বাড়বে। প্রশংসা পাবেন।
সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা বাড়বে। সহকর্মীরা আপনাকে ছোট করতে পারেন। তবে দিনের শেষে আপনারই জয় হবে।যাঁরা আমদানি-রফতানির ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের কোনও কারণে চিন্তা বাড়তে পারে। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে। পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়ে নজর দিতে হবে পড়ুয়াদের। সঙ্গীর উপর অযথা রাগ করবেন না। প্রয়োজনে কথা বলুন। বাকবিতণ্ডায় সমস্যা হতে পারে আপনার সন্তানেরও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -