Daily Horoscope: চাকরির খবরের সম্ভাবনা মেষের, অর্থ প্রাপ্তি সিংহের, একনজরে আজকের রাশিফল

Daily Astrology: কেমন যাবে আজকের দিন? আপনার রাশিফল জেনে নিন

ফাইল ছবি

1/6
সুখকর দিন কাটানোর সম্ভাবনা মেষ রাশির জাতক-জাতিকাদের। পরিবারে সুখবর আসতে পারে, যাতে আপনার মন থাকবে খুশি।চাকরির খবরও পেতে পারেন। চাকরিক্ষেত্রে উন্নতিরও খবর যেতে আসতে পারে। পড়ুয়াদের জন্যও সুখবর আসার সম্ভাবনা। স্বাস্থ্যও ভাল থাকার সম্ভাবনা। তবে, আবহাওয়া বদলের জন্য স্বল্প সমস্যায় পড়তে হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। সন্তানের তরফ থেকেও কোনও কাজে আপনার মন সন্তুষ্ট থাকবে। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। হনুমান চালিশা পড়লে উপকার পাবেন।
2/6
এই রাশির জাতক বা জাতিকার দিনটা সুখকর নাও যেতে পারে। চাকরি যাঁরা করেন, কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন, কিন্তু মোকাবিলা করে নিতে পারবেন। কোনও সমস্যায় ঘাবড়ে না গিয়ে তার সমাধানের চেষ্টা করুন। পরিবারে কোনও নতুন অতিথির আগমন হতে পারে। যে আসার পরে আপনার ঘরে খুশির আবহ ছেয়ে থাকবে। কোনও আত্মীয়র সঙ্গে মতানৈক্য হতে পারে। তবে, এড়িয়ে চলার চেষ্টা করুন। পড়ুয়াদের পড়াশোনার পরিবেশ অনুকূল থাকবে। মন দিয়ে পড়াশেোনা করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীদের ব্যবসায় কোনও লোকসান হলে কোনও বন্ধুর সহযোগিতায় তা সমাধান করে নিতে পারবেন। সন্তানকে নিয়ে একটু সমস্যা হতে পারে। পূজাপাঠে মনোনিবেশ করুন।
3/6
বড় কোনও সমস্যায় পড়তে পারেন। সব আত্মীয়, বন্ধু পরামর্শে, সহযোগিতায় সমস্যা থেকে সুরাহা মিলতে পারে। কোনও যাত্রা থেকে বিরত থাকা ভাল। পার্টনার সহযোগে ব্যবসা করলে একটু সতর্ক থাকুন। পরিবার থেকে খারাপ কোনও সমস্যার খবর শুনতে হতে পারে, আর ফলে মন অশান্ত থাকার সম্ভাবনা। চাকরি যাঁরা করেন, সতর্ক থাকবেন তাঁরাও। কোনও ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা। বড় কোনও কাজ করার আগে বড়দের পরামর্শ নিন। কথায় সংযম রাখুন। কারোর সঙ্গে খারাপ কথা বলবেন না। নিজের সন্তানের উপরে বিশ্বাস রাখুন। ভাইবোনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে পারেন।
4/6
আপনার সারাটা দিন ভাল থাকার সম্ভাবনা। কোনও বিষয় নিয়ে আপনি আনন্দে থাকবেন এবং যারপরনাই খুশি হবেন। ব্যবসায়ীদের বড় লাভ হতে পারে, এতে করে তাঁর আর্থিক অবস্থা ভালো হতে পারে। শরীরের বিশেষ নজর দিন। শরীর খারাপ হওয়ার জন্য ছুটি বাতিল হওয়ার আশঙ্কা আছে। শরীরের উপর বিশেষ নজর দিন। শরীর খারাপ হওয়ার জন্য ছুটি বাতিল হওয়ার সম্ভাবনা আছে। পেটের সমস্যা ভোগাতে পারে। পরিবারের কারো সঙ্গে মতানৈক্য হতে পারে। শরীর খারাপ হতে পারে। বাবা-মায়ের কথা শুনে চলাই ভাল। চাকরি যাঁরা করেন, অবসর সময় কাটানোর সম্ভাবনা। উন্নতি হতে পারে চাকরিস্থলে। মনোস্কামনা পূরণে পূজ্য ভগবানের আরতি করুন, সকাল সন্ধে।
5/6
দিনটা ভাল কাটার সম্ভাবনা। বেকারদের জন্য ভাল খবর আসতে পারে। চাকরির অফার পেতে পারেন। ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা। সুখবর আসতে পারে পরিবার থেকেও। জীবনসঙ্গীর সঙ্গে দিনটা কাটবে ভাল। আর্থিক উন্নতি হবে পরিবারে। নতুন গাড়ির কেনার যে চেষ্টা দীর্ঘদিন ধরে করছেন, তা সফল হতে পারে। বাইরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। আচমকা ধনপ্রাপ্তির যোগ রয়েছে।
6/6
কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে, যাতে মন খুশিতে ভরে থাকবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। শীর্ষ অধিকারী আপনার কাজে সন্তুষ্ট হবেন। পড়ুয়াদের জন্যও কালকের দিনটি শুভ। সন্তানের তরফ থেকেও মন ভাল থাকবে আপনার। জীবনসঙ্গীর সঙ্গে দিনটা কাটবে ভাল। বজরঙ্গ-বানের পাঠ করলে বাধাবিপত্তি দূরে থাকবে।
Sponsored Links by Taboola