Daily Horoscope: অর্থ লাভ মেষের, সমস্যা বাড়বে সিংহের, একনজরে আজকের রাশিফল

Daily Astrology: কেমন যাবে আজকের দিন? আপনার রাশিফল জেনে নিন

ফাইল ছবি

1/6
মেষ- অতিরিক্ত মানসিক চাপ থাকবে। সন্তানের সঙ্গে সময় কাটান। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন। এনার্জি থাকবে তুঙ্গে। আত্মীয়রা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। প্রেমের সম্পর্কে দারুণ দিন।
2/6
বৃষ- শারীরিক দুর্বলতা বজায় থাকবে। ভ্রমণ চ্যালেঞ্জ হতে পারে। বিনিয়োগে মন দিন। অতিরিক্ত খরচ করবেন না। সন্তানের পাশে থাকুন। পরিবারের সঙ্গে অবসর সময় কাটান।
3/6
মিথুন- অতিরিক্ত কাজের চাপে মেজাজ বিগড়ে যেতে পারে। আর্থিক সমস্যা মিটবে। অর্থ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। কোনও আত্মীয়র কারণে দাম্পত্যে সমস্যা।
4/6
কর্কট- স্বাস্থ্যের দিকে নজর দিন। ইতিবাচক মনোভাব বজায় থাকবে। হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা। বৈবাহিক সম্পর্কের জন্য দারুণ দিন। সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা।
5/6
সিংহ- অন্যকে সাহায্য করা থেকে বিরত থাকুন। ক্লান্তি বোধ করবেন। আর্থিক লাভের মুখ দেখবেন। পরিবারকে সময় দিন। হটকারিতা করে সিদ্ধান্ত নয়। এতে সমস্যা বাড়বে।
6/6
কন্যা- ব্যস্ততার মধ্যেও স্বাস্থ্য ভাল থাকবে। অর্থের কারণে চিন্তা বাড়বে। ব্যস্ততার মধ্যেও সময় বের করে পরিবার পরিজনকে সময় দিন। স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। কোনও কারণে মনখারাপ হতে পারে।
Sponsored Links by Taboola