Dhanteras 2022 : ধনতেরসে সোনা কিনবেন? এই বিষয়গুলি পরখ না করলেই ঠকবেন !
ধনতেরাস-দীপাবলিতে সোনা কিনছেন? মানুষের বিশ্বাস, ধনতেরসে সোনা কিনলে তা ১৩ গুণে বৃদ্ধি পায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই সোনা, রুপো তে বটেই, অন্যান্য ধাতব জিনিসও কেনেন অনেকে। সোনা এখন মহামূল্যবান। তাই সোনা কিনতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করতেই হবে।
সোনা কেনার সময়, নগদ অর্থ প্রদানের পরিবর্তে ক্রেডিট, ডেবিট বা UPI এর মাধ্যমে দাম দেওয়ার করার চেষ্টা করুন। সোনা কেনার পর অবশ্যই বিল নেবেন। সঙ্গে ওয়ারেন্টি কার্ডও।
ভারতে উৎসবের মরসুম শুরু হয়েছে৷ ধনতেরাস এবং দীপাবলির শুভ উপলক্ষে সোনা কেনা এখন বাঙালি, অবাঙালি উভয় পক্ষেরই ঝোঁক।
আমাদের দেশে সোনাকে একটি নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসাবে দেখা হয়। এমন পরিস্থিতিতে, সোনার মান যাতে ভাল হয় তা দেখে নিন। তাই নামি দোকান থেকে প্রামাণ্য নথি সহ সোনা কিনুন
সোনা কেনার আগে, গ্রাহকদের অনেকগুলি জিনিস সঠিকভাবে পরীক্ষা করা উচিত কারণ অনেক সময় দোকানদাররা জিএসটি চার্জ, মেকিং চার্জের নাম করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত চার্জ নেয়। এতে অনেক সময় নকল সোনা কিনে প্রতারকদের ফাঁদে পড়ে মানুষ।
সোনা কেনার সময় অবশ্যই হলমার্ক চেক করুন। এটা স্বর্ণের বিশুদ্ধতার প্রমাণ।
সোনা কেনার আগে অবশ্যই আপনার শহরের সোনার দাম দেখে নিন। মনে রাখবেন, আগেই দেখে নিতে হবে, কোন সোনা আপনি কিনবেন। দাম কিন্তু আলাদা আলাদা। দেখে নিন, 24K, 22K বা 18K সোনার আজকের দাম কত।
সোনা কেনার সময়, আপনি সোনার পুনঃবিক্রয় মূল্য এবং বাই ব্যাক নীতি সম্পর্কে জেনে নিন। কিছু স্বর্ণ বিক্রেতা আবার সোনা কেনার সময় দামের কিছু অংশ কেটে নেয়। তা আগে থেকেই জেনে নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -