Dhanteras 2023 : সৌভাগ্য কড়া নাড়বে, দূর হবে ঝঞ্ঝাট ঝামেলা, ধনতেরসে বাড়ির দরজা সাজান এমন ভাবে
ধনত্রয়োদশী। এই তিথিতে ধন্বন্তরি, লক্ষ্মী, কুবের ও যমের পুজো করা হয়। মানুষের বিশ্বাস, এই দিন কোন ধাতব দ্রব্য কিনলে তা পরিমাণে তেরো গুণ বৃদ্ধি পায়। এই ধারণা থেকেই ধনতেরসে সোনা কেনার প্রচলন হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেউ কেউ আবার মনে করেন, যে কোনও ধাতব জিনিস কিনলেই বুঝি এইদিন সৌভাগ্য আসে। এদিন বাড়িতে ধনলক্ষ্মীর আরাধনা তো করবেনই, সেই সঙ্গে মনে রাখতে হবে বাস্তু সংক্রান্ত কিছু পরামর্শ। খুব কঠিন কিছু নয় । হাতের কাছেই থাকে সব উপাদান।
হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্নের বিশেষ মাহাত্ম্য আছে। হলুদ এবং চালের গুঁড়ো মিশিয়ে নিন। তা দিয়ে বাড়ির প্রধান প্রবেশপথে একটি স্বস্তিক প্রতীক আঁকুন। মনে করে মূল দ্বারের বাঁদিকে আঁকবেন স্বস্তিকটি।
এমনভাবে আঁকবেন তা যেন সকলের চোখে পড়ে। এতে করে সব নেতিবাচক শক্তিকে দূরে ঠেলে বাড়িতে প্রবেশ করে শুভ শক্তি।
এদিন জলে নুন দিয়ে ঘর পরিষ্কার করুন। এই জল নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করতে পারে বলে বিশ্বাস।
ধনতেরস পূজার জন্য বাড়ির উত্তর-পূর্ব কোণ বেছে নিন। সম্ভব হলে মূর্তিগুলির অবস্থান যেন এমন হয়, যাতে তারা পূর্ব দিকে মুখ করে থাকে। পুজো করার সময় উত্তর দিকে মুখ রাখুন।
বাঙালিরা যে কোনও লক্ষ্মী পুজোতেই দোরে মা-লক্ষ্মী পদচিহ্ন আঁকেন। এই পদচিহ্নের স্টিকার কিনতেও পাওয়া যায়। আবার লাল-চন্দনে এঁকেও নেওয়া যেতে পারে। দোরে সাজিয়ে রাখুন আম্রপল্লবের মালা। দরজার উপরের দিকে ঝুলিয়ে রাখা যেতে পারে। এটি অত্যন্ত শুভ।
ঘরে পজিটিভ শক্তিকে আমন্ত্রণ জানানোর উপায় হল, বাড়ি পরিষ্কার রাখা। সেই সঙ্গে ধুনো দিতে পারেন।
এই দিনে দেবী লক্ষ্মীকে তিনটি রূপে পুজো করা যেতে পারে। দেবী মহালক্ষ্মী, মহাকালী এবং দেবী সরস্বতী। ভগবান কুবের এবং গণেশেরও উপাসনা করা হয় এদিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -