Shanidev: শনিদেবের কৃপা পেতে আজ করুন এই ৮ কাজ, মুক্তি মিলবে সব ঝামেলা থেকে!

Shanidev Puja: শনিদেবের কৃপা পেতে আজ করুন এই ৮ কাজ, মুক্তি মিলবে সব ঝামেলা থেকে!

শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়

1/7
শাস্ত্র মতে, শনিদেব হলেন কর্মফলের দেবতা। তিনি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন। খারাপ কাজ করলে শনির রোষে জীবন ছারখার হয়ে যায়, আবার ভালো কাজ করলে শনির আশীর্বাদে জীবনে শুভ সময়ও আসে। শনিদেবকে তুষ্ট করতে প্রতি শনিবার তাঁর বিশেষ পূজার্চনা করা হয়। জেনে নিন, শনিবার কোন কোন কাজ করলে শনিদেব তুষ্ট হন এবং তাঁর শুভ দৃষ্টি আমাদের উপর পড়ে।
2/7
শনিবার সূর্যোদয়ের পর অশ্বত্থ গাছের পূজা করে জল নিবেদন করুন। এর পর সেখানে তেলের প্রদীপ জ্বালান। এতে শনিদেব প্রসন্ন হবেন। তাঁর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে।
3/7
ধুনো শনিদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। তাই শনিবার রাতে বাড়িতে ধুনো জ্বালান। ধুনোর ধোঁওয়ায় ঘরে উপস্থিত নেতিবাচক শক্তি বেরিয়ে যায় এবং বাড়ির সকলের স্বাস্থ্য ভালো থাকে।
4/7
শনিবার সূর্যাস্তের পর শনি মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালান। প্রদীপে কিছু কালো তিল রাখুন। এতে শনিদেব প্রসন্ন হবেন।
5/7
শনিদেবের কৃপা পেতে এবং সাড়ে সাতীর প্রকোপ কমাতে হলে, শনিবার শনিদেবের মন্ত্র ও চালিসা পাঠ করা উচিত।
6/7
দাম্পত্য জীবনে সুখ-শান্তি ফেরাতে, শনিবার সামান্য কালো তিল অশ্বত্থ গাছে নিবেদন করুন। তার পর গাছে জল নিবেদন করুন।
7/7
কোষ্ঠী থেকে শনি দোষ দূর করতে হলে অবশ্যই ভগবান হনুমানের পূজা করতে হবে। বিশেষ করে, প্রতি শনিবার হনুমান চালিসা বা সুন্দরকাণ্ড পাঠ করুন।
Sponsored Links by Taboola