Shani Dev : আপনি কি নিয়ম করে শনিদেবের পুজো করেন? দেখুন তো বড়ঠাকুর সম্পর্কে এই তথ্যগুলো জানেন কি না
শনি ও সূর্যের মধ্য সম্পর্ক অতি ঘনিষ্ঠ। বৃহস্পতির পর এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। শনিদেবকে ন্যায়ের দেবতাও বলা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যক্তির কর্ম অনুসারে শনিদেব মানুষকে উপযুক্ত ফল দেন। কখনও বরদান করেন, কখনও শাস্তি। শাস্ত্র অনুসারে শনিদেব হলেন ভগবান সূর্য ও মা ছায়ার পুত্র।
শনিদেবের গাত্রবর্ণ কৃষ্ণ। তাঁর বাহন কাক। শনিই একমাত্র গ্রহ যা মুক্তি দেয়। শনি শুধুমাত্র সেইসব লোকদেরই যাতনা দেন, যাঁরা ব্যক্তিগত জীবনে সৎ নন।
দেখুন তো শনিদেব সম্পর্কে এই তথ্যগুলো আপনি জানেন কি না । প্রশ্নগুলো খুবই সহজ। উত্তরপেয়ে যাবেন এবিপি লাইভের পাতাতেই।
প্র: শনিদেবকে কার জ্যেষ্ঠ পুত্র মনে করা হয়? (A) সূর্য ঈশ্বর (B) জল ঈশ্বর (C) অগ্নি ঈশ্বর (D) উপরের সমস্ত
প্র: শনিদেবকেও কি দেবতা বলা হয়? (A) প্রেমের ঈশ্বর (B) ন্যায়ের ঈশ্বর (C) কাজের ঈশ্বর (D) উপরের সমস্ত
প্র: শনি তাঁর ভক্তদের কী কী দেন? (A) দান (B) জাবন (C) মোক্ষ (D) উপরের সব কিছু
প্র: শনিদেবের বাহন কোনটি (A) কাক (B) পায়রা (C) ঈগল (D) উপরের সবকটিই
প্র: শনিদেব কার পুত্র? (A) ভগবান অগ্নি এবং মাতা ছায়া (B) জল ঈশ্বর এবং মাতা ছায়া (C) ভগবান সূর্য এবং মাতা ছায়া (D) উপরের সবার
উপরের প্রশ্নগুলির উত্তর পরপর দেওয়া হল। (ক) সূর্য দেবতা B) ন্যায়ের ঈশ্বর (C) মোক্ষ (A) কাক (C) ভগবান সূর্য এবং মাতা ছায়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -