Dream : স্বপ্নের মধ্যে নিজেকে কাঁদতে বা চেঁচাতে দেখেছেন ? শুভ ইঙ্গিত নাকি ক্ষতির
Swapna Shastra : স্বপ্ন আমরা কমবেশি সবাই দেখি। কখনও সুখের, কখনও ভয়ের। স্বপ্ন দেখে কেউ হেসে ওঠেন, কেউ কেঁদে , কেউ বা আবার স্বপ্নের কথা ভুলেও যান।
স্বপ্নে কান্না বা চেঁচানোর ইঙ্গিত কী ? দেখুন বিস্তারিত
1/9
স্বপ্ন নাকি শুভ-অশুভ ইঙ্গিত দিয়ে থাকে। এই যেমন স্বপ্ন দেখে কেঁদে উঠলে বা চেঁচিয়ে উঠলে তার নির্দিষ্ট কিছু অর্থকে মান্যতা দেন বিশেষজ্ঞরা।
2/9
যদি স্বপ্নে একলা জোরে নিজেকে কাঁদতে দেখেন তো সেই স্বপ্ন শুভ বলে ধরে নেওয়া হয়। ভবিষ্যতে ভাল কিছু হওয়ার ইঙ্গিত দেয় এই ধরনের স্বপ্ন। নিয়ে আসে জীবনে বড় বদলের ইঙ্গিত।
3/9
স্বপ্নে নিজেকে কাঁদতে দেখলে নিজের কোনও ইচ্ছে পূরণ হওয়ার ইঙ্গিত বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। কর্মক্ষেত্রে কোনও ইতিবাচক বদল আসতে পারে। অবিবাহিত ? স্বপ্নে নিজেকে কাঁদতে দেখেছেন ? বিয়ে ঠিক হতে পারে আপনার।
4/9
তবে কোনও প্রয়াত আত্মীয়র সঙ্গে আপনি কান্নাকাটি করছেন, এরকম কোনও দৃশ্য স্বপ্নে দেখলে তা শুভ বলে মানা হয় না। জীবনে আসন্ন সংকটকেই ইঙ্গিত দেয়।
5/9
পাশাপাশি আপনার প্রয়াত আত্মীয় বা পূর্বজ আপনার প্রতি নারাজ, এই ইঙ্গিতও বহন করে ওই স্বপ্ন।
6/9
স্বপ্নে যদি আপনি অন্য কাউকে কাঁদতে দেখেন, তাহলে জীবনে আসন্ন কষ্টের ইঙ্গিত হতে পারে তা। কোনও কাজ বিগড়োতে পারে। সম্পর্ক খারাপ হতে পারে কারো সঙ্গে।
7/9
এছাড়া স্বপ্নে নিজেকে যদি চেঁচাতে দেখেন তার অর্থ, কোনও লক্ষ্যপূরণের চাপ রয়েছে আপনার উপর। কাজ অসফল হলেও এই ধরনের স্বপ্ন দেখে থাকতে পারেন।
8/9
স্বপ্নের দৃশ্যে চেঁচাতে নিজেকে দেখা শুভ বলে মানা হয় না। এই ইঙ্গিত সতর্কতামূলক। পাশাপাশি, মনের মধ্যে চেপে থাকা কষ্টের বহিঃপ্রকাশও হতে পারে এটি।
9/9
ডিসক্লেমার :এবিপি লাইভ জ্যোতিষ, স্বপ্ন শাস্ত্র সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 09 Jul 2024 09:34 PM (IST)