Dream : স্বপ্নের মধ্যে নিজেকে কাঁদতে বা চেঁচাতে দেখেছেন ? শুভ ইঙ্গিত নাকি ক্ষতির
স্বপ্ন নাকি শুভ-অশুভ ইঙ্গিত দিয়ে থাকে। এই যেমন স্বপ্ন দেখে কেঁদে উঠলে বা চেঁচিয়ে উঠলে তার নির্দিষ্ট কিছু অর্থকে মান্যতা দেন বিশেষজ্ঞরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযদি স্বপ্নে একলা জোরে নিজেকে কাঁদতে দেখেন তো সেই স্বপ্ন শুভ বলে ধরে নেওয়া হয়। ভবিষ্যতে ভাল কিছু হওয়ার ইঙ্গিত দেয় এই ধরনের স্বপ্ন। নিয়ে আসে জীবনে বড় বদলের ইঙ্গিত।
স্বপ্নে নিজেকে কাঁদতে দেখলে নিজের কোনও ইচ্ছে পূরণ হওয়ার ইঙ্গিত বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। কর্মক্ষেত্রে কোনও ইতিবাচক বদল আসতে পারে। অবিবাহিত ? স্বপ্নে নিজেকে কাঁদতে দেখেছেন ? বিয়ে ঠিক হতে পারে আপনার।
তবে কোনও প্রয়াত আত্মীয়র সঙ্গে আপনি কান্নাকাটি করছেন, এরকম কোনও দৃশ্য স্বপ্নে দেখলে তা শুভ বলে মানা হয় না। জীবনে আসন্ন সংকটকেই ইঙ্গিত দেয়।
পাশাপাশি আপনার প্রয়াত আত্মীয় বা পূর্বজ আপনার প্রতি নারাজ, এই ইঙ্গিতও বহন করে ওই স্বপ্ন।
স্বপ্নে যদি আপনি অন্য কাউকে কাঁদতে দেখেন, তাহলে জীবনে আসন্ন কষ্টের ইঙ্গিত হতে পারে তা। কোনও কাজ বিগড়োতে পারে। সম্পর্ক খারাপ হতে পারে কারো সঙ্গে।
এছাড়া স্বপ্নে নিজেকে যদি চেঁচাতে দেখেন তার অর্থ, কোনও লক্ষ্যপূরণের চাপ রয়েছে আপনার উপর। কাজ অসফল হলেও এই ধরনের স্বপ্ন দেখে থাকতে পারেন।
স্বপ্নের দৃশ্যে চেঁচাতে নিজেকে দেখা শুভ বলে মানা হয় না। এই ইঙ্গিত সতর্কতামূলক। পাশাপাশি, মনের মধ্যে চেপে থাকা কষ্টের বহিঃপ্রকাশও হতে পারে এটি।
ডিসক্লেমার :এবিপি লাইভ জ্যোতিষ, স্বপ্ন শাস্ত্র সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -