Durga Puja 2021: মা দুর্গার আগমন-বিসর্জনে 'অশনি সঙ্কেত'? দেখে নিন পঞ্জিকা কী জানাচ্ছে?
আর মাত্র হাতে গোনা কটি দিন। শরতের আকাশ মনে করিয়ে দিচ্ছে মা দুর্গার আগমনের কথা। দুর্গাপুজোর আমেজে আকাশ বাতাস এখন পুজোর গন্ধে মেতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে সকাল ৯।২৭ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা দিয়ে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হবে।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ১১ অক্টোবর সকাল ৬।২৩ মিনিট থেকে ৯।২৬ মিনিট মধ্যে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হবে।
দুই পঞ্জিকা মতেই এই বছর দেবী দুর্গার আগমন ও গমন দুটোর অর্থই খুব অশুভ।
শাস্ত্রমতে কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এবার দেবীর ঘোটকে আগমন। অর্থাৎ যার ফল দেবী ঘোড়ায় চেপে এলে চারিদিক ছত্রভঙ্গ হবে।
দেবী ফিরবেন দোলায় যার অর্থ মড়ক কিংবা মহামারী। গত বছর দেবী দুর্গার আগমন হয়েছিল দোলায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -