Durga Puja 2021: মা দুর্গার আগমন-বিসর্জনে 'অশনি সঙ্কেত'? দেখে নিন পঞ্জিকা কী জানাচ্ছে?

durga_feature

1/7
আর মাত্র হাতে গোনা কটি দিন। শরতের আকাশ মনে করিয়ে দিচ্ছে মা দুর্গার আগমনের কথা। দুর্গাপুজোর আমেজে আকাশ বাতাস এখন পুজোর গন্ধে মেতে।
2/7
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে সকাল ৯।২৭ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা দিয়ে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হবে।
3/7
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ১১ অক্টোবর সকাল ৬।২৩ মিনিট থেকে ৯।২৬ মিনিট মধ্যে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস হবে।
4/7
দুই পঞ্জিকা মতেই এই বছর দেবী দুর্গার আগমন ও গমন দুটোর অর্থই খুব অশুভ।
5/7
শাস্ত্রমতে কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ।
6/7
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এবার দেবীর ঘোটকে আগমন। অর্থাৎ যার ফল দেবী ঘোড়ায় চেপে এলে চারিদিক ছত্রভঙ্গ হবে।
7/7
দেবী ফিরবেন দোলায় যার অর্থ মড়ক কিংবা মহামারী। গত বছর দেবী দুর্গার আগমন হয়েছিল দোলায়।
Sponsored Links by Taboola