Durga Puja Date Time: দুর্গাপুজোর অষ্টমী-সন্ধিপুজো কখন? এ বছর দেবীর কীসে আগমন? কী ফল পড়তে চলেছে?

Durga Puja Timing Rituals: পঞ্জিকা অনুযায়ী দুর্গাপুজোর নির্ঘণ্ট দেখে নিন

দুর্গাপুজোর ষষ্ঠী কবে? সপ্তমী, অষ্টমী ও নবমী কখন পড়ছে?

1/10
এবছর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী তিথি কতক্ষণ থাকবে? কখন সন্ধিপুজো হবে? পঞ্জিকা অনুযায়ী দুর্গাপুজোর নির্ঘণ্ট দেখে নিন।
2/10
বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী, ১৪৩২ সালের কলকাতায় (পশ্চিমবঙ্গে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট। ১০ই আশ্বিন, (ভাঃ ৫ই আশ্বিন), ইং ২৭শে সেপ্টেম্বর, শনিবার সূর্যোদয় ঘ ৫।৩০, সূর্য্যাক্ত ঘ ৫।২৭, পূর্বাহ্ণ ঘ ৯।২৯। পঞ্চমী দিবা ঘ ৮:৪৯ পর্যন্ত। সায়ংকালে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর বোধন।
3/10
১১ই আশ্বিন, (ভাঃ ৬ই আশ্বিন), ইং ২৮ সেপ্টেম্বর, রবিবার-সূর্যোদয় ঘ ২১৩০, সূর্যাস্ত ঘ ৫।২৬, পূর্ব্বাহু ঘ ৯।২৯। ষষ্ঠী দিবা ঘ ১০। ৪৩ পর্যান্ত। শ্রীশ্রীদুর্গাষষ্ঠী। পূর্বাহ্ণ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।
4/10
১২ই আশ্বিন, (ভাঃ ৭ই আশ্বিন), ইং ২৯শে সেপ্টেম্বর, সোমবার সূর্যোদয় ঘ ৫।৩১, সূর্যাস্ত ঘ ৫।২৫, পূর্ব্বাহু ঘ ৯।২৯। সপ্তমী দিবা ঘ ১২।২৮ পর্যন্ত। শ্রীশ্রীশারদীয়া দুর্গাপুজা। পূর্ব্বাঃ মধ্যে দ্ব্যাত্মক-চরলগ্নে ও চরণবাংশে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।০ মধ্যে পুনঃ দিবা ঘ ৮।২৯ গতে পূর্বাহ্ণ মধ্যে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা (অত্রকৃতে) কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)।
5/10
দেবীর গজে আগমন। ফল- শস্যপূর্ণা বসুন্ধরা। রাত্রি ঘ ১১।৪ গতে ১১৪৫২ মধ্যে শ্রীশ্রীদুর্গাদেবীর অর্দ্ধরাত্রবিহিত পূজা।
6/10
১৩ই আশ্বিন, (ভাঃ ৮ই আশ্বিন), ইং ৩০শে সেপ্টেম্বর, মঙ্গলবার-সূর্য্যোদয় ঘ ৫।৩১, সূৰ্য্যাস্ত ঘ ৫।২৪, পূর্ব্বাহু ঘ ১।২৯। মহাষ্টমী দিবা ঘ ১।৪৫ পর্যন্ত। পূর্বাহ্ মধ্যে (কিন্তু বারবেলানুরোষে দিবা ঘ ৭।০ মধ্যে পুনঃ দিবা ঘ ৮।২৯ গতে পূর্বাহ্ণ মধ্যে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ, কেবল মহাষ্টমীকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)। পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস।
7/10
সন্ধিপূজা- দিবা ঘ ১।২১ গতে ২।৯ মধ্যে সন্ধিপুজা। দিবা ঘ ১।২১ গতে সন্ধিপূজারস্ত। দিবা ঘ ১১৪৫ গতে বলিদান। দিবা ঘ ২৯ মধ্যে সন্ধিপুজা সমাপন।
8/10
মহানবমী- ১৪ই আশ্বিন, (ভাঃ ৯ই আশ্বিন), ইং ১লা অক্টোবর, বুধবার সূর্যোদয় ঘ ৫।৩১, সূর্যাস্তঘ ৫।২৩, পূর্বাহ্ণ ঘ ১৯। ৫৯।২৯। মহানবমী দিবা ঘ ২।৩৬ পর্য্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৮।২৯ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন (অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)। পূর্ব্বাহু মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ।
9/10
বিজয়াদশমী- ১৫ই আশ্বিন, (ভাঃ ১০ই আশ্বিন), ইং ২রা অক্টোবর, বৃহস্পতিবার সূর্য্যোদয় ঘ ৫১৩২, সূৰ্য্যান্ত ঘ ৫।২২, পূর্ব্বাহুঘ ৯।২৯। দশমী দিবা ঘ ২।৫৬ পর্য্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে দ্ব্যাত্মক-চরলগ্নে ও চরণবাংশে, শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।
10/10
দেবীর দোলায় গমন। ফল-মড়ক। কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পুজা। বিজয়াদশমীকৃত্য।
Sponsored Links by Taboola