Zodiac Signs: সমাজ, সংসার, অর্থ বাধা হয় না, মনের মিল হলেই সম্পর্কে পা বাড়ান এই রাশির জাতকরা
জীবনসঙ্গী বাছার ক্ষেত্রে অনেক ভাবনাচিন্তা করি আমরা। মনের মিল হওয়া যেমন জরুরি, তেমন অর্থনৈতিক স্থিতাবস্থার কথাও ভাবতে হয়। সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়। ছবি: পিক্সাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু কিছু মানুষ এক্ষেত্রে ব্যতিক্রম। টাকা-পয়সা, সমাজ-সংসারের তোয়াক্কা করেন না এঁরা। মনের মিল হলেই আর কিছু চান না তাঁরা। যাঁর সঙ্গে প্রাণ খুলে হাসতে পারেন, সুখ-দুঃখ ভাগ করে নিতে পারেন, তাঁকেই জীবনসঙ্গী বেছে নেন কিছু রাশির জাতক। ছবি: পিক্সাবে।
এক্ষেত্রে প্রথমেই মিথুন রাশির জাতকদের কথা বলা যায়। ভালবাসা, বিয়ে নিয়ে এঁদের দৃষ্টিভঙ্গিই আলাদা। পছন্দের মানুষের সঙ্গে একাত্ম বোধ করেন এঁরা। ছবি: পিক্সাবে।
যাঁর সামনে মন খুলে হাসতে পারেন, নির্দ্বিধায় কাঁদতে পারেন, তাঁকে ছাড়া জীবন কাটানোর কথা ভাবতেই পারেন না মিথুন রাশির জাতকরা। ছবি: পিক্সাবে।
সিংহ রাশির জাতকরা সুখী থাকতে চান। তবে টাকা পয়সা নয়, সামনের জনের বুদ্ধিমত্তা, স্বভাবই এঁদের আকর্ষিত করে। পরস্পরের দুর্বলতা মেনে নিতে পারলেই সম্পর্কের ভিত মজবুত হয় বলে মত এঁদের। ছবি: পিক্সাবে।
শুধু তাই নয়, কঠিন পরিস্থিতিতেও সঙ্গীকে হাসিখুশি রাখার চেষ্টা করেন সিংহ রাশির জাতকরা। চঞ্চল বলে মনে হলেও, এঁদের ভাবনাচিন্তা অত্যন্ত গভীর। ছবি: পিক্সাবে।
ধনু রাশির জাতকরা জীবনে রোমাঞ্চ চান। জীবনকে নতুন করে চিনতে আগ্রহী এঁরা। তবে একা নয়, কারও হাত ধরে দুনিয়া জিতে নিতে চান। ছবি: পিক্সাবে।
তাই মনের মিল হলেই আর কিছু চান না ধনু রাশির জাতকরা। আবেগপ্রবণও হন ধনু রাশির জাতকরা। সামনের জন বুঝলে সন্দেহের অবকাশই থাকে না। ছবি: পিক্সাবে।
তুলা রাশির জাতকরা সংযোগে বিশ্বাস করেন। একবার কাউকে নিয়ে অনুভূতি তৈরি হলে, তা ঝেড়ে ফেলার পক্ষপাতী নন এঁরা। ছবি: পিক্সাবে।
তুলা রাশির জাতকরা ভালবাসার মানুষের সমস্ত দুঃখ, কষ্ট ভাগ করে নিতে চান। সম্পর্কে সামনের জনের প্রতি শ্রদ্ধাশীল হন এঁরা। প্রিয় মানুষের সমস্যার কথা শোনেন এবং বোঝেন। ছবি: পিক্সাবে। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -