Ganesh Chaturthi 2024 : সিদ্ধিদাতার নজর আপনার উপর, ম্যাজিক হতে চলেছে আর্থিক ও কর্মজীবনে; গণেশের সুনজরে এই ৩ রাশি
শুরু হয়ে গিয়েছে গণেশ উৎসব। আগামী ১০ দিন ধরে চলতে থাকা এই উৎসব সনাতন ধর্মের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজ্যোতিষ গণনা অনুযায়ী, প্রায় ১০০ বছর পর এই গণেশ চতুর্থীতে একাধিক শুভ যোগের প্রভাব পড়তে চলেছে ১২ রাশির জীবনেই।
কিছু রাশির উপর বিশেষ নজর থাকবে গণপতি বাবার। তবে, ভাগ্য খুলে যাবে তিন রাশির জাতকদের।
বৃষ রাশি (Brisha Rashi)- গণেশ চতুর্থীতে নানা বাধা-বিঘ্ন কেটে যাবে। আর্থিক ও মানসিক সঙ্কট থেকে মুক্তি মিলবে।
বৃষ রাশি (Brisha Rashi)- চাকরিতে ভাল খবর পেতে পারেন। আত্মবিশাস বাড়বে।
কন্যা রাশি (Kanya Rashi)- এই রাশির জাতকদের জন্য খুবই শুভ সময়ে পরিণত হবে গণেশ চতুর্থী।
কন্যা রাশি (Kanya Rashi)- সুখ ও ধনলাভ হবে। চাকরিতে নতুন সুযোগ মিলতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। দাম্পত্য জীবনেও আসবে মধুরতা।
বৃশ্চিক রাশি (Brishchik Rashi)- এই দিনটি খুবই ভাল কাটবে বৃশ্চিক রাশির জাতকদের। আর্থিক অবস্থা মজবুত হবে। ব্যবসায় উন্নতি হবে।
বৃশ্চিক রাশি (Brishchik Rashi)- এছাড়া আটকে থাকা টাকা ফিরে পাবেন। চাকরি ও ব্যবসায় আয় বাড়বে। মিলবে ভগবান গণেশের আশীর্বাদ।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -