Ganesh Chaturthi 2024 : গণেশ চতুর্থীতে সর্বার্থসিদ্ধি যোগ, হাত ছোঁয়ালেই সোনা, ৫ রাশির সাফল্য আজ আটকাতে পারবে কেউ
গণেশ চতুর্থীতে সর্বার্থসিদ্ধি যোগ
1/10
শনিবার ৭ সেপ্টেম্বর। স্বাতী নক্ষত্র, সর্বার্থ সিদ্ধি যোগে ভগবান গণেশের কৃপা থাকবে। মেষ এবং সিংহ রাশি সহ ৫ টি রাশির জন্য সম্পদ লাভের খুব শুভ সম্ভাবনা তৈরি হচ্ছে।
2/10
গণেশ সিদ্ধিদাতা। তাঁর আশীর্বাদে সব কাজে সাফল্য অর্জন করবে ৫ রাশির জাতক জাতিকারা। সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে।
3/10
মেষ রাশি হলে কর্মজীবনে অগ্রগতির জন্য একটি দুর্দান্ত সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হয়েছে আজ। গণপতি বাপ্পার আশীর্বাদে তারা ব্যবসায় প্রচুর উপার্জন করবে।
4/10
গণেশ চতুর্থীতে সর্বার্থ সিদ্ধি যোগে মেষ রাশির কর্মজীবনে অগ্রগতি আসবে। দিনটি শুভ। সম্পদ ও প্রতিপত্তি বৃদ্ধি হবে। মন খুশি হবে। মেষ রাশি হলে শুভ ও ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। সম্পদ ও সম্মান লাভ করবে। আনন্দে কাটবে।
5/10
বৃষ রাশির জাতক জাতিকারা কর্মজীবনে লাভবান হবে। সম্মান পাওয়া যাবে। ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা সফল হবে।
6/10
বৃষ রাশির জাতক হলে সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে এবং কাজের অনেক প্রশংসা করবে। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে।
7/10
গণেশ চতুর্থীতে সর্বার্থ সিদ্ধি যোগে মিথুন রাশির জাতকদের জন্য এটি কর্মজীবনে সাফল্য পাবে। সম্পদ ও সম্মান বৃদ্ধি মনে সুখ আনবে। বাড়িতে বিবাদ হিংসাত্মক রূপ নিতে পারে। সতর্ক থাকুন।
8/10
কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভাল। চন্দ্রের শুভদৃষ্টিতে লাভ হতে পারে। কর্মজীবনে ভাল খবর পাওয়া যেতে পারে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আপনি সক্রিয় রাজনীতিতে নিয়োজিত লোকেরা সাফল্য পাবে
9/10
সিংহ রাশির জাতকরা গণেশ চতুর্থীতে সর্বার্থ সিদ্ধি যোগে প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করতে পারবেন। ব্যবসায় প্রত্যাশার চেয়ে বেশি লাভ হতে পারে।
10/10
সন্তানদের দিক থেকেও ভাল খবর পাওয়া যাবে। পরিবারেরকেউ আর্থিকভাবে সাহায্য করতে পারে। সতর্ক থাকতে হবে সবসময় । উন্নতির গোপন কথা কাউকেই বলা যাবে না।
Published at : 07 Sep 2024 08:05 AM (IST)