Daily Astrology: লক্ষ্মীবারে কি লক্ষ্মীলাভ হবে? দেখুন আজকের রাশিফল

আজকের রাশিফল দেখে নিন

1/12
প্রেমের ক্ষেত্রে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণশোধ নিয়ে চিন্তা। স্ত্রীর সঙ্গে কোনও আলোচনায় সমস্যার সমাধান হতে পারে। হঠাৎ করে চাকরির যোগ আসতে পারে।
2/12
ব্যবসায় গুরুজনদের পরামর্শে অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি। অল্পবিস্তর ভোগান্তি থাকতে পারে।
3/12
লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। শত্রুর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাল ভাবে চিন্তা করুন। প্রিয়জনের শরীর খারাপ থাকায় মনঃকষ্ট।
4/12
সমালোচনায় না যাওয়াই ভাল, কলহ বাধতে পারে। শত্রুর প্রস্তাবে সাড়া দিতে পারেন, উপকার পাবেন। অর্থনৈতিক দিক ভাল-মন্দ মিশিয়ে কাটবে।
5/12
বাড়তি কথা বাড়িতে বিবাদ আনতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। পরের উপকার করে সম্মান প্রাপ্তি। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ উদ্ধার করাই শ্রেয়।
6/12
বাড়িতে কোনও গুরুজনের শরীর নিয়ে চিন্তা। সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। দীর্ঘদিনের কোনও আশা পূর্ণ হতে পারে।
7/12
ভগবানের চিন্তায় মনোনিবেশ করতে ইচ্ছা করবে। খরচ বৃদ্ধি পেতে পারে। নানা দিক থেকে যোগাযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে বা সংসারে দায়িত্ব বেড়ে যেতে পারে।
8/12
প্রিয়জনের কাছ থেকে আঘাত মনঃকষ্ট বাড়াতে পারে। পিতা-মাতার সঙ্গে কোনও ব্যবহার নিয়ে মানসিক চাপ। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে। পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে।
9/12
নিজের বাকপটুতায় প্রভাব বিস্তার হতে পারে। প্রচুর উদ্যমের সঙ্গে কাজ করা সত্ত্বেও কর্মে ব্যাঘাত। হঠাৎ করে কোনও আয় অবাক করতে পারে।
10/12
শৌখিনতার জন্য খরচ। আইনি ঝামেলা পোহাতে হতে পারে। ঋণ নিয়ে সামান্য আলোচনা। বাড়িতে কোনও দূরের অতিথি আসার যোগ।
11/12
পেটের কষ্ট বৃদ্ধি। পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন। নিজের অভিজ্ঞতা দিয়ে ব্যবসায় উন্নতি আসবে। আটকে থাকা পাওনা আদায় হতে পারে।
12/12
সন্তানদের সঙ্গে মনোমালিন্য। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে। কোনও শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি।
Sponsored Links by Taboola