Daily Horoscope : আজ কোনও লোন নেবেন না ধনু রাশির জাতকরা, কী রয়েছে আপনার ভাগ্যে ?
ফাইল ছবি
1/12
মেষ : বন্ধুর সাহায্য নিয়ে বাকি থাকা কাজ শেষ করবেন। বাচ্চাদের সঙ্গে কিছু সময় কাটাতে পারেন। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর বিষয়ে নজর দিন।image 1
2/12
বৃষ : আজ কোনও নতুন কাজ শুরু করবেন না বা বিনিয়োগ করবেন না। যাঁরা ব্যবসা করেন, তাঁরা কোনও ডিলের বিষয়ে তাড়াহুড়ো করবেন না। অন্যথা লোকসান হতে পারে।image 2
3/12
মিথুন : ব্যবসায় আপনার প্রচেষ্টা ভাল ফল আনবে। যাঁরা নির্মাণকাজ বা রিয়েল এস্টেট ব্যবসায় জড়িত, তাঁদের উন্নতি হবে।
4/12
কর্কট : যাঁরা চাকরি করেন, তাঁদের আজ কঠোর পরিশ্রম করতে হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে । মাথায় যন্ত্রণা কাটিয়ে উঠবেন।
5/12
সিংহ : ব্যবসায়িক কাজকর্ম ঠিকঠাক চলবে। বিক্রি বাড়বে।
6/12
কন্যা : লক্ষ্যে প্রায় পৌঁছে গেছেন। কিন্তু, কোনও প্রত্যাশিত কাজ শেষ করার জন্য আরও কিছুটা সময় লাগবে। যাঁরা আপনাকে হিংসা করেন, তাঁদের সঙ্গে বাদানুবাদে জড়াবেন না।
7/12
তুলা : আজ পরিবারে বিতর্ক দানা বাঁধতে পারে। কঠোর শব্দ প্রয়োগ করা এড়িয়ে যান। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকবে। কিন্তু, স্থূলতার কারণে আজ মানসিকভাবে কিছুটা অবসাদে থাকতে পারেন।
8/12
বৃশ্চিক : যদি কারও সঙ্গে পার্টনারশিপের পরিকল্পনা করছেন, তাহলে সেটা গুরুত্ব সহকারে করুন। তাতে উপকৃত হবেন। চাকরিজীবীদের সাফল্য আনন্দিত করে তুলবে।
9/12
ধনু : আজ কোনও ঋণ নেবেন না । তাতে ব্যক্তিগত সম্পর্কে সমস্যা হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। তাই সতর্ক থাকুন।
10/12
মকর : ব্যস্ত থাকা সত্ত্বেও, আজ পরিবারের জন্য কিছু সময় বের করে নেবেন। পারিবারিক আবহাওয়া থাকবে শান্তিপূর্ণ। অ্যালার্জির সমস্যায় ভুগতে পারেন। তাই দূষিত এলাকায় যাবেন না।
11/12
কুম্ভ : মনোযোগ বাড়ান। ব্যবসা, সম্পত্তি বা বিমায় আজ কোনও গুরুত্বপূর্ণ ডিল করতে হতে পারে। বাজার-সম্পর্কিত কোনও কাজ এড়িয়ে যান। কারণ, তাতে ক্ষতির মুখে পড়তে পারেন। চাকরিজীবীদের অতিরিক্ত কাজের বোঝা থাকতে পারে।
12/12
মীন : সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে পারেন। কারণ, সময়টা আপনার অনুকূলে রয়েছে। ধর্মীয় ও সামাজিক কাজে কিছু সময় ব্যয় করবেন। আপনার বিনিয়োগ পরিকল্পনা কাজে আসবে।
Published at : 02 Oct 2021 06:39 AM (IST)