Daily Horoscope : অপ্রত্যাশিত লাভ হতে পারে কন্য রাশির জাতকদের, আজ কী রয়েছে আপনার ভাগ্যে ?
ফাইল ছবি
1/12
মেষ : কিছু নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে যাঁরা আপনার ব্যবসা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। কোনও পরিচিতর কাছ থেকে ঋণ নিতে চাইলে, আজ ভাল সময়।
2/12
বৃষ : পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য ছাত্রদের কঠোর পরিশ্রম করতে হবে। কাজের জায়গায় এমন কিছু করতে চাইবেন যাতে আপনি উপকৃত হবেন।
3/12
মিথুন : আত্মবিশ্বাস বাড়বে। কোনও বড় কাজ করার পরিকল্পনা করতে পারেন। ক্ষমতা ও সম্মান বাড়বে। বাড়িতে আত্মীয়-স্বজনের সমাগম হতে পারে। যার জেরে খরচা বাড়তে পারে।
4/12
কর্কট : স্বাস্থ্য ভাল না-ও যেতে পারে। কারও সঙ্গে কথা বলার সময় হাল্কা ছলে কথা বলবেন না। গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে মহিলাদের।
5/12
সিংহ : সম্পত্তি নিয়ে বড় কোনও ডিলে লাভবান হতে পারেন। বেকারত্ব কাটবে। কেরিয়ারে সুযোগ আসবে। পরিবারের সাহায্য কাজ আরও সহজ করে তুলবে। অন্যের কাজে নাক গলাবেন না।
6/12
কন্য়া : অপ্রত্যাশিত লাভ থাকবে। বিনিয়োগে তাড়াহুড়ো করবেন না। পার্টনারের কাছ থেকে সাহায্য পাবেন।
7/12
তুলা : পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন। অবিবাহিতদের মধ্যে বিয়ের প্রস্তাব আসতে পারে। ব্যবসায় বৃদ্ধির যোগ আছে।
8/12
বৃশ্চিক : খ্যাতি বাড়বে। শারীরিক সমস্যা ভোগাতে পারে। যার প্রভাব পড়তে পারে কাজে। ব্যবসা বাড়বে।
9/12
ধনু : বড় কোনও বাধার মুখে পড়তে পারেন। তাড়হুড়ো করবেন না বা বিবাদে জড়াবেন না।
10/12
মকর : ব্যবসা সংক্রান্ত ভ্রমণে লাভ হতে পারে। কারও আচরণে হতাশ থাকতে পারেন। কাজের জায়গায় নিজের দিকে কর্তৃপক্ষের মনযোগ টানতে সক্ষম হবেন। ধার্মিক কাজে আকর্ষিত হবেন।
11/12
কুম্ভ : ভ্রমণের বিষয়ে তাড়াহুড়ো করবেন না। উদ্বেগ থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত খরচার সম্ভাবনা রয়েছে। বিতর্ক এড়িয়ে যান।
12/12
মীন : সামাজিক সম্পর্ক থেকে উপকৃত হতে পারেন। কাজ ও ব্যবসা সংক্রান্ত সমস্যার সমাধান হবে। বন্ধুদের সঙ্গে সময়টা উপভোগ করবেন। সাফল্য পাবেন।
Published at : 24 Sep 2021 07:07 AM (IST)