Daily Horoscope : অপ্রত্যাশিত লাভ হতে পারে কন্য রাশির জাতকদের, আজ কী রয়েছে আপনার ভাগ্যে ?
মেষ : কিছু নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে যাঁরা আপনার ব্যবসা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। কোনও পরিচিতর কাছ থেকে ঋণ নিতে চাইলে, আজ ভাল সময়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ : পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য ছাত্রদের কঠোর পরিশ্রম করতে হবে। কাজের জায়গায় এমন কিছু করতে চাইবেন যাতে আপনি উপকৃত হবেন।
মিথুন : আত্মবিশ্বাস বাড়বে। কোনও বড় কাজ করার পরিকল্পনা করতে পারেন। ক্ষমতা ও সম্মান বাড়বে। বাড়িতে আত্মীয়-স্বজনের সমাগম হতে পারে। যার জেরে খরচা বাড়তে পারে।
কর্কট : স্বাস্থ্য ভাল না-ও যেতে পারে। কারও সঙ্গে কথা বলার সময় হাল্কা ছলে কথা বলবেন না। গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে মহিলাদের।
সিংহ : সম্পত্তি নিয়ে বড় কোনও ডিলে লাভবান হতে পারেন। বেকারত্ব কাটবে। কেরিয়ারে সুযোগ আসবে। পরিবারের সাহায্য কাজ আরও সহজ করে তুলবে। অন্যের কাজে নাক গলাবেন না।
কন্য়া : অপ্রত্যাশিত লাভ থাকবে। বিনিয়োগে তাড়াহুড়ো করবেন না। পার্টনারের কাছ থেকে সাহায্য পাবেন।
তুলা : পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন। অবিবাহিতদের মধ্যে বিয়ের প্রস্তাব আসতে পারে। ব্যবসায় বৃদ্ধির যোগ আছে।
বৃশ্চিক : খ্যাতি বাড়বে। শারীরিক সমস্যা ভোগাতে পারে। যার প্রভাব পড়তে পারে কাজে। ব্যবসা বাড়বে।
ধনু : বড় কোনও বাধার মুখে পড়তে পারেন। তাড়হুড়ো করবেন না বা বিবাদে জড়াবেন না।
মকর : ব্যবসা সংক্রান্ত ভ্রমণে লাভ হতে পারে। কারও আচরণে হতাশ থাকতে পারেন। কাজের জায়গায় নিজের দিকে কর্তৃপক্ষের মনযোগ টানতে সক্ষম হবেন। ধার্মিক কাজে আকর্ষিত হবেন।
কুম্ভ : ভ্রমণের বিষয়ে তাড়াহুড়ো করবেন না। উদ্বেগ থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত খরচার সম্ভাবনা রয়েছে। বিতর্ক এড়িয়ে যান।
মীন : সামাজিক সম্পর্ক থেকে উপকৃত হতে পারেন। কাজ ও ব্যবসা সংক্রান্ত সমস্যার সমাধান হবে। বন্ধুদের সঙ্গে সময়টা উপভোগ করবেন। সাফল্য পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -