Daily Astrology: কেমন যাবে আজকের দিন? আপনার রাশিফল জেনে নিন

Daily Astrological Prediction: কেমন কাটবে সপ্তাহের শেষ দিন? কী রয়েছে আপনার ভাগ্যে? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।

ফাইল ছবি

1/12
মেষ- অন্যের খুশির কারণ হয়ে উঠতে পারেন আজ। অতিরিক্ত ব্যয়ে রাশ প্রয়োজন। বন্ধু এবং পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। লক্ষ্যে স্থির থাকুন।
2/12
বৃষ- নিজের ব্যবহার সম্পর্কে সচেতন হন। শত্রু সংখ্যা বাড়তে পারে। কারোর কথায় কোনও কাজ করবেন না। সন্তানের কঠিন সময়ে তার পাশে থাকার চেষ্টা করুন।
3/12
মিথুন- আজ স্বাস্থ্য ভাল থাকবে। বন্ধুদের সঙ্গে কোনও পরিকল্পনা করতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে আজ। প্রেমের সম্পর্কে জটিলতা বাড়তে পারে।
4/12
কর্কট- অতিরিক্ত পরিশ্রমের কারণে আজ ক্লান্তি বোধ করবেন। আজ বিনিয়োগের জন্য ভাল দিন। সমস্যা সমাধানে বন্ধুদের সাহায্য পাবেন। ছোটখাট বিবাদ বড় আকার নিতে পারে।
5/12
সিংহ- মাইগ্রেনের সমস্যায় যাঁরা ভুগছেন তাঁদের খাওয়া দাওয়ার দিকে নজর দেওয়া উচিত। কাউকে টাকা ধার দেবেন না। আর্থিক কারণে বাড়িতে সমস্যা বাড়বে। প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ।
6/12
কন্যা- ইতিবাচক মনোভাব বজায় রাখুন। আজ লোন পেতে পারেন। সন্তানের কাজে খুশি থাকবেন আজ। ফুল দিয়ে ঘর সাজান আজ। মন ভাল হবে তাতে।
7/12
তুলা- শরীরচর্চা করলে স্বাস্থ্যের উন্নতি হবে। অন্যের কথা শুনে বিনিয়োগ করবেন না। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজন করলে কাছের বন্ধুদের ডাকুন। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য বাড়বে।
8/12
বৃশ্চিক- অসুস্থতা থেকে সেরে উঠতে ইতিবাচক মনোভাব বজায় রাখুন। নিজের জন্য অর্থ সঞ্চয় করুন। ফাঁকা সময়ে নতুন কিছু করুন। সঙ্গীর থেকে সারপ্রাইজ পেতে পারেন আজ।
9/12
ধনু- খেলাধুলো করতে পারেন আজ। অবাস্তব কোনও পরিকল্পনায় অর্থ ব্যয়ের আশঙ্কা। পরিস্থিতির পরিবর্তনে মনখারাপ হতে পারে। ধর্মীয় কাজে ঝোঁক বাড়বে।
10/12
মকর- বিনিয়োগ করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। পরিবারের কোনও সদস্য বা সঙ্গীর জন্য দুশ্চিন্তা বাড়বে। বিবাহিত জীবন সুখের হবে। আপনার গুণের জন্য প্রশংসা পাবেন। 
11/12
কুম্ভ- হতাশা গ্রাস করলে ইতিবাচক কোনও বিষয় নিয়ে চিন্তা করুন। বিনিয়োগে বাধার মুখে পড়তে পারেন। ব্যবসায়ীদের জন্য শুভ দিন। নতুন কোনও কাজ বা প্রজেক্ট শুরু করতে পারেন।
12/12
মীন- দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে উঠবেন। স্টক মার্কেটে বিনিয়োগ করে থাকলে লোকসানের মুখে পড়তে পারেন। ভেবে কথা বলুন। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে আজ।
Sponsored Links by Taboola