Zodiac Signs: বন্ধুত্বই সম্পর্কের ভিত্তি, বিশ্বাস টলে না কোনও অবস্থাতেই, এই দুই রাশির যুগলকে বলা যেতে পারে রাজযোটক

Astrology: চিন্তা-ভাবনা মিলে যায় পরস্পরের সঙ্গে। এই দুই রাশি পরস্পরের জন্য হতে পারেন আদর্শ।

ছবি: পিক্সাবে।

1/10
জন্মের সময়, তারিখ ধরে ছক মিলিয়ে পাত্র খোঁজার দিন শেষ হতে বসেছে। এখন নিজেকেই মনের মানুষ খুঁজে নিতে হয়। কিন্তু তাতেও নানা বিপত্তি সামনে আসে।
2/10
তাই অনেক ক্ষেত্রে রাশি মিলিয়ে পাত্রপাত্রী বাছাই করা হয়। রাজযোটক খুঁজতে রাশি মেলানো হয়। কর্কট এবং কন্যা রাশির যুগলবন্দি কতটা আশাজনক জেনে নিন।
3/10
কর্কট এবং কন্যা রাশির জাতকের মধ্যে বন্ধুত্ব হতে সময় লাগে না। গোটা দুনিয়া একদিকে, আর এঁরা অন্য দিকে হয়ে যেতে পারেন। পরস্পরের জন্য যতদূর যাওয়া সম্ভব, যেতে পারেন এঁরা।
4/10
কর্কট এবং কন্যা রাশির মনের মিল অসম্ভব।দুই রাশির জাতকই শরীরের খেয়াল রাখতে তৎপর। মিলে যায় এঁদের পছন্দ অপছন্দও। বিপদেও বেঁধে বেঁধে থাকতে জানেন।
5/10
কর্কট এবং কন্যা রাশির জাতকরা লাজুক প্রকৃতির হন। প্রথম প্রথম অস্বস্তি বোধ করলেও, যত দিন যায়, ততই মিলেমিশে এক হয় যান। প্রতিশ্রুতি দেওয়ার আগে পরস্পরকে বুঝতে শেখেন ভাল ভাবে।
6/10
কর্কট রাশির জাতক একটু বেশি আবেগপ্রবণ হন। স্পর্শকাতরতাও তুলনামূলক বেশি। তুলনায় কন্যা রাশির জাতকরা বাস্তববাদী। তাই মিলেমিশে ভারসাম্য এসে যায় সম্পর্কে।
7/10
শারীরিক চাহিদার থেকে মানসিক চাহিদাকে বেশি গুরুত্ব দেন কর্কট এবং কন্যা রাশির জাতকরা। পরস্পরকে জানতে, বুঝতে যতটা সময় লাগে, তার পর এঁদের রসায়ন দেখে হিংসে হতে পারে।
8/10
কন্যা রাশির জাতকরা একটু চুপচাপ থাকেন। চারপাশে অদৃস্য দেওয়াল তুলে রাখেন। কর্কট রাশির জাতক যদি সেই দেওয়াল ভেদ করতে পারেন, সারাজীবন অটুট থাকে তাঁদের সম্পর্ক।
9/10
কর্কট এবং কন্যা রাশির জাতকরা পরিবারকে গুরুত্ব দেন। তাই পারস্পরিক সহযোগিতায় কোনও ঘাটতি হয় না। সুস্থ ভাবে, হাসিখুশিতে জীবন কাটাতে পারেন এঁরা।
10/10
পরস্পরকে অসম্ভব বিশ্বাস করেন কর্কট এবং কন্যা রাশির জাতকরা। তাঁদের সম্পর্কের ভিতই হয় বিশ্বাস। তাই দুনিয়ার কোনও ঝড়ই তাঁদের সম্পর্ককে নড়াতে পারে না।
Sponsored Links by Taboola