Zodiac Signs: বন্ধুত্বই সম্পর্কের ভিত্তি, বিশ্বাস টলে না কোনও অবস্থাতেই, এই দুই রাশির যুগলকে বলা যেতে পারে রাজযোটক
জন্মের সময়, তারিখ ধরে ছক মিলিয়ে পাত্র খোঁজার দিন শেষ হতে বসেছে। এখন নিজেকেই মনের মানুষ খুঁজে নিতে হয়। কিন্তু তাতেও নানা বিপত্তি সামনে আসে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই অনেক ক্ষেত্রে রাশি মিলিয়ে পাত্রপাত্রী বাছাই করা হয়। রাজযোটক খুঁজতে রাশি মেলানো হয়। কর্কট এবং কন্যা রাশির যুগলবন্দি কতটা আশাজনক জেনে নিন।
কর্কট এবং কন্যা রাশির জাতকের মধ্যে বন্ধুত্ব হতে সময় লাগে না। গোটা দুনিয়া একদিকে, আর এঁরা অন্য দিকে হয়ে যেতে পারেন। পরস্পরের জন্য যতদূর যাওয়া সম্ভব, যেতে পারেন এঁরা।
কর্কট এবং কন্যা রাশির মনের মিল অসম্ভব।দুই রাশির জাতকই শরীরের খেয়াল রাখতে তৎপর। মিলে যায় এঁদের পছন্দ অপছন্দও। বিপদেও বেঁধে বেঁধে থাকতে জানেন।
কর্কট এবং কন্যা রাশির জাতকরা লাজুক প্রকৃতির হন। প্রথম প্রথম অস্বস্তি বোধ করলেও, যত দিন যায়, ততই মিলেমিশে এক হয় যান। প্রতিশ্রুতি দেওয়ার আগে পরস্পরকে বুঝতে শেখেন ভাল ভাবে।
কর্কট রাশির জাতক একটু বেশি আবেগপ্রবণ হন। স্পর্শকাতরতাও তুলনামূলক বেশি। তুলনায় কন্যা রাশির জাতকরা বাস্তববাদী। তাই মিলেমিশে ভারসাম্য এসে যায় সম্পর্কে।
শারীরিক চাহিদার থেকে মানসিক চাহিদাকে বেশি গুরুত্ব দেন কর্কট এবং কন্যা রাশির জাতকরা। পরস্পরকে জানতে, বুঝতে যতটা সময় লাগে, তার পর এঁদের রসায়ন দেখে হিংসে হতে পারে।
কন্যা রাশির জাতকরা একটু চুপচাপ থাকেন। চারপাশে অদৃস্য দেওয়াল তুলে রাখেন। কর্কট রাশির জাতক যদি সেই দেওয়াল ভেদ করতে পারেন, সারাজীবন অটুট থাকে তাঁদের সম্পর্ক।
কর্কট এবং কন্যা রাশির জাতকরা পরিবারকে গুরুত্ব দেন। তাই পারস্পরিক সহযোগিতায় কোনও ঘাটতি হয় না। সুস্থ ভাবে, হাসিখুশিতে জীবন কাটাতে পারেন এঁরা।
পরস্পরকে অসম্ভব বিশ্বাস করেন কর্কট এবং কন্যা রাশির জাতকরা। তাঁদের সম্পর্কের ভিতই হয় বিশ্বাস। তাই দুনিয়ার কোনও ঝড়ই তাঁদের সম্পর্ককে নড়াতে পারে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -