তিনগুণ গতিতে এগোবেন বৃহস্পতি, দ্রুত বদলে যাবে ৪ রাশির ভাগ্য, আপনি তৈরি তো?

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫ সালে, বৃহস্পতি তিনগুণ দ্রুত গতিতে চলবে, যাকে বলা হয় অতিচারি। গুরুগ্রহ শিক্ষাদান, সন্তান, সম্পদ, ভাগ্য, আধ্যাত্মিকতা ইত্যাদির মতো বিষয়কে নিয়ন্ত্রণ করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
দেবতাদের গুরু বৃহস্পতি ২০২৫ সালে তিনবার রাশি পরিবর্তন করবেন। এই বছর বৃহস্পতির গোচর হবে ১৪ মে । এই দিনে, বৃহস্পতি বৃষ রাশিতে যাত্রা শেষ করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং ১৮ মে পর্যন্ত এই রাশিতে থাকবে।

জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, বৃহস্পতিকে নিয়ন্ত্রণ করেন কোনও রাশির সুখ,স্বাচ্ছন্দ্য, সন্তানভাগ্য এবং শিক্ষার বিষয়টি। বৃহস্পতির গোচর অনেকের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। বুধ মিথুন রাশিতে প্রবেশ করলে প্রভাবান্বিত হবে মেষ, তুলা, মকর এবং কুম্ভ রাশি।
মেষ: এই রাশির নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি বৃহস্পতি তৃতীয় ঘরে গোচর করবেন। এই সময়ে ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে থাকবে । অসম্পূর্ণ কাজগুলি আবার এগোতে হতে শুরু করবে। টাকা পাওয়ার পাশাপাশি উচ্চশিক্ষাও পাবেন।
মকর : বৃহস্পতির গোচরের পরে, মকর রাশির জাতকদের একটু সতর্ক থাকতে হবে। এই সময়ে সমস্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতকদের জীবনে উত্থান-পতন লেগেইথাকবে। সমস্যার সম্মুখীন হতে পারেন এবং ব্যয়ও বৃদ্ধি পাবে।
তুলা: গুরুগ্রহের গোচরের পর , বৃহস্পতি এই রাশির নবম ঘরে অবস্থান করবে। এতে আধ্যাত্মিকতার প্রতি জাতকের আগ্রহ বৃদ্ধি পাবে এবং ধর্মীয় কর্মকাণ্ডে আরও বেশি অংশগ্রহণ করার ইচ্ছে হবে। এই সময়ে ধর্মীয় ভ্রমণের সম্ভাবনাও তৈরি হতে পারে। কাজের বাধাও দূর হবে।
কুম্ভ: বৃহস্পতি কুম্ভ রাশির পঞ্চম ঘরে গমন করবে। এর ফলে আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে। এই পরিস্থিতিতে কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হবে এবং সাফল্য অর্জন করবেন। বিবাহিত এবং প্রেম জীবনও ভালো যাবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -