Hanuman ji Puja: অযথাই মনে ভয়? ঘিরে ধরছে নেগেটিভ এনার্জি ? শনি-মঙ্গলে হনুমান পুজো করুন এইভাবে
Hanuman ji Puja : হনুমানের জন্মবার বলে মঙ্গলবার হনুমানের বিশেষ পুজো করা হয়। ভক্তের সবরকম সঙ্কট থেকে রেহাই দিতেই এগিয়ে আসে তাঁর আশীর্বাদের হাত।
শনি-মঙ্গলে হনুমান পুজো করুন কীভাবে
1/8
মঙ্গলবার দিনটি জ্যোতিষশাস্ত্র ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ । মঙ্গলবার হনুমানের পুজো করলে সব রকম দুঃখ ও কষ্ট দূর হয়ে যায়। জ্যোতিষীদের মতে, মঙ্গলবারের আচার-অনুষ্ঠান ও প্রতিকার পালন করলে সুখ-সমৃদ্ধি আসে ।
2/8
মঙ্গলবার হনুমানের পুজো করলে গ্রহের দোষও দূর হয় বলে বিশ্বাস। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে যাদের কুণ্ডলীতে মঙ্গল দোষ রয়েছে তাদের মঙ্গলবার হনুমানজির পুজো করলে তা দূর হয়। এছাড়াও, এই বিশেষ দিনে হনুমানজির স্তোত্র পাঠ করলে বিশেষ উপকার পাওয়া যায়।
3/8
হনুমানের জন্মবার বলে মঙ্গলবার হনুমানের বিশেষ পুজো করা হয়। ভক্তের সবরকম সঙ্কট থেকে রেহাই দিতেই এগিয়ে আসে তাঁর আশীর্বাদের হাত। তবে শুধু মঙ্গলবার নয়। শনিবারও হনুমানজিকে ভক্তি ভরে পুজো করতে বলেন জ্যোতিষরা।
4/8
মনে করা হয়, বাস্তুদোষ কেটে য়ায় হনুমানের পুজোয়। অনেকসময় দেখা যায় নতুন বাড়ি কেনার পর থেকে সংসারে নানারকম অসুখ-বিসুখ, রোগবালাই লেগে থাকে। প্রতি মঙ্গলবার নিয়ম মেনে হনুমানজির পুজো করে চল্লিশা পাঠ করলে সেই বাস্তুদোষ নিরাময় হয়।
5/8
অন্যদিকে শনিবার হনুমানজির পুজোয় বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়। কলহের পরিবেশ থাকে না। নিত্যকার রোগভোগ থেকে রেহাই মেলে। নানারকম অর্থনৈতিক সমস্যা থেকে সমাধান মেলে।
6/8
হনুমানজির পুজো করতে কয়েকটি মঙ্গল দ্রব্য লাগে। যেমন কলা, জল, প্রদীপ, ধুপ, সিঁদুর,লাল কাপড় ইত্যাদি । শাস্ত্র মতে হনুমানজিকে লাল কাপড় নিবেদন করা খুব শুভ বলে মনে করা হয়।
7/8
মঙ্গলে হনুমান পুজোর আগে মূর্তি ও পুজোর জায়গায় ভাল ভাবে পরিষ্কার করুন। ঠাকুরের সামনে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দিন। হনুমানজিকে ফুল ও মালা দিয়ে হনুমান চল্লিশা পাঠ করলে উপকার।
8/8
এদিন নৈবেদ্য হিসেবে হনুমানজিকে পাঁচটি কলা ও লাড্ডু নিবেদন করা যেতে পারে।এছাড়া এদিন বাড়িতে নিজেদেরও শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে।
Published at : 23 Jan 2024 07:21 AM (IST)