Hanuman Puja: সব কাজেই সঙ্কট-বাধা বারবার? মঙ্গলবার এভাবে বজরঙ্গবলীর পুজোয় দূর হবে অশান্তি
Hanuman Puja 2024: মঙ্গলবার এই পদ্ধতিতে হনুমানজির পুজো করুন । মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে হনুমানকে প্রণাম করুন।
জীবনের প্রতিটি সংকট থেকে মুক্তি পাওয়া যায় এই নিয়ম মানলে, এমনটাই বিশ্বাস
1/7
সনাতন ধর্মে, প্রতিদিন কোনো না কোনো ঈশ্বরের উপাসনার জন্য উৎসর্গ করা হয়। মঙ্গলবার সংকটমোচন হনুমানজির উপবাস ও পুজো করার প্রথা রয়েছে।
2/7
ধর্মীয় বিশ্বাস আছে যে ব্যক্তি মঙ্গলবার হনুমানের পুজো করেন । তিনি বজরঙ্গবলীর আশীর্বাদ পান এবং তাঁর সমস্ত কাজে সাফল্য পান।
3/7
এছাড়াও একজন জীবনের প্রতিটি সংকট থেকে মুক্তি পায়। মঙ্গলবার এই পদ্ধতিতে হনুমানজির পুজো করুন ।
4/7
মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে হনুমানকে প্রণাম করুন। এর পরে, স্নান করে আপনার হাতের তালুতে জল নিয়ে 'ওম কেশবায় নমঃ, ওম নরানায় নমঃ, ওম মাধবায়ায় নমঃ, ওম হৃষীকেশায় নমঃ' মন্ত্রটি জপ করুন। এবার 'ওম গোবিন্দায় নমঃ' মন্ত্রটি জপ করুন, হাত ধুয়ে পরিষ্কার কাপড় পরুন।
5/7
এবার মন্দির পরিষ্কার করুন এবং গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করুন। এর পরে, পোস্টে একটি লাল কাপড় বিছিয়ে হনুমানজির মূর্তি স্থাপন করুন।
6/7
এবার হনুমানজিকে সাজিয়ে ফুল নিবেদন করুন। এর পর জুঁই তেলের প্রদীপ জ্বালান। এছাড়াও হনুমান চালিসা ও সুন্দরকাণ্ড পাঠ করুন। সংকটমোচন হনুমান জির আরতি করুন এবং বুন্দি লাড্ডু নিবেদন করুন।সবশেষে প্রসাদ বিতরণ।
7/7
এমনটা বিশ্বাস করা হয় যে মঙ্গলবার ভগবান হনুমানের আরাধনা করলে সাধকের কষ্ট দূর হয় এবং জীবনে সুখ আসে। এই দিনে 'ওম শ্রী হনুমন্তে নমঃ' মন্ত্র জপ করলে শুভ ফল পাওয়া যায়।
Published at : 18 Jun 2024 06:45 AM (IST)