Hanuman Pujo: পৌষমাসের মঙ্গলবারে হনুমান-পুজো করলে দূর হবে সঙ্কট! কী কী বিধি মানতে হবে?
Hanuman Ji Idol: পৌষমাসের মঙ্গলবারে এ ভাবে করুন সঙ্কটমোচন হনুমানের পুজো, সফলতা আসবে চোখের নিমেষে !
নিয়ম করে হনুমানজির পুজো করলে একাধিক উপকার পাওয়া যায়
1/7
হিন্দুশাস্ত্রে তেত্রিশ কোটি দেব-দেবীর কথা উল্লেখ আছে। আর এই প্রত্যেক দেব-দেবীর আরাধনার একটি নির্দিষ্ট তিথি রয়েছে। আমাদের সপ্তাহের প্রত্যেকটি দিনই কোন না কোন দেব-দেবীর পুজোর কথা উল্লেখ আছে। তেমনি মঙ্গলবার হিন্দু শাস্ত্রে হনুমানজির পূজোর কথা উল্লেখ আছে।
2/7
মঙ্গলবার হনুমানজির পুজো করলে পারিবারিক অশান্তি দূর হবে। পরিবারের উপর দৃষ্টি পড়বে না। মঙ্গলবার হনুমানজির পুজো করা হয়, কারণ মঙ্গলবার হনুমানজি জন্মেছিলেন, তাই সপ্তাহের এই দিন হনুমানজির পুজো করার উপযুক্ত সময়। সঙ্কটমোচন হনুমানের পুজো করুন এইভাবে, সফল হতে বেশি সময় লাগবে না ৷
3/7
শনিবারও সঙ্কটমোচনের পুজো করা যায়। এই নিয়ে শাস্ত্রে একটি বাখ্যা রয়েছে – যখন লঙ্কা অধিপতি রাবণ নবগ্রহকে বন্দি করেছিলেন তখন হনুমানজি ওই সময় সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় ছিলেন। হনুমান নবগ্রহকে উদ্ধার করেন আর নবগ্রহের মধ্যে শনিদেব হনুমান কে আশীর্বাদ দেন যে হনুমানদেব তাঁর ভক্তের উপর কোনওদিন শনি দেবের কুদৃষ্টি পড়বে না। তাই শনিবার হনুমানজির পুজো করা হয়।
4/7
হনুমানজির পুজোর জন্য প্রয়োজনীয় উপকরণ: পুজোর আগে হনুমানজির মুর্তির সামনে প্রদীপ, ধুপ, কলা, জল, সিন্দুর, লাল কাপড় রাখতে হবে। শাস্ত্র মতে লাল কাপড় পরিহিত হনুমানজির মূর্তি বেজায় শুভ তাই হনুমানজির উদ্দেশে লাল কাপড় নিবেদন করা হয়।
5/7
সঙ্কটমোচনের পুজোর পদ্ধতি হল ভাল করে পরিষ্কার করে লাল কাপড়ের উপর হনুমানজির মূর্তি বা ছবি রাখুন। পুজোর আগে হনুমানজির মূর্তিটি ভালো ভাবে ধুয়ে নিন। ঠাকুরের সামনে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দিন। হনুমানজির গলায় মালা পরিয়ে দিন। হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। হনুমানজির উদ্দেশে পাঁচটি কলা দান করতে ভুল করবেন না। কারণ এই ফলটি হনুমানজির খুব প্রিয়।
6/7
পৌষমাসের প্রতি মঙ্গলবার স্নান করে হনুমানজির পুজো করলে ও হনুমান চল্লিশা পাঠ করলে মনের মধ্যে থাকা ভয় দূর হবে। এর ফলে আপনি সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন।
7/7
নিয়ম করে হনুমানজির পুজো করলে আপনার মনের ইচ্ছাপূরণ হয় এবং আপনি মনের মত চাকরি পেতে পারেন।
Published at : 02 Jan 2023 02:32 PM (IST)