New Year 2023 : নতুন বছর শুরুর আগে বাড়ি থেকে সরিয়ে ফেলুন এই জিনিসগুলি, হবে লক্ষ্মীর কৃপালাভ !
২০২৩ সাল শীঘ্রই শুরু হতে চলেছে
ফাইল ছবি
1/10
নতুন বছরের আগে গৃহস্থের ঘরবাড়ি পরিষ্কার করা হয়। মনে করা হয় যে, ঘরে আবর্জনা থাকলে দেবী লক্ষ্মী আসেন না। তাই, নতুন বছর শুরুর আগে আপনার বাড়ি থেকে এই জিনিসগুলি সরিয়ে ফেলুন...
2/10
২০২৩ সাল শীঘ্রই শুরু হতে চলেছে। আগামী বছরে সকলের জীবনে আসুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।
3/10
নতুন বছরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে নানা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে
4/10
যদি বাড়িতে ভাঙা, বন্ধ ঘড়ি পড়ে থাকে, তাহলে নতুন বছরের আগে তা ঘর থেকে সরিয়ে ফেলুন। ঘরে বন্ধ ঘড়ি রাখা অশুভ বলে মনে করা হয়।
5/10
টেবিল, সোফা বা চেয়ারের মতো কোনও ভাঙা আসবাব যদি অনেক দিন ধরে বাড়িতে পড়ে থাকে, তাহলে নতুন বছরের আগে ঘর থেকে তা বের করে নিন। খারাপ আসবাবপত্র ঘরে খারাপ ভাগ্য এবং নেতিবাচক শক্তি নিয়ে আসে। ঘরের আসবাবপত্র সবসময় নিখুঁত অবস্থায় থাকা উচিত।
6/10
পুরনো বা খারাপ হয়ে যাওয়া জুতো বা চপ্পল ঘরে পড়ে থাকলে তা বের করে নিন। এসব জিনিস ঘরে দারিদ্র আনে। নতুন বছরের আগমনের আগে ঘর থেকে এমন জিনিস সরিয়ে ফেলুন।
7/10
জানালা-দরজার কাঁচ ভেঙে গেলে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন। ভাঙা কাঁচ ঘরে রাখা খুবই অশুভ বলে মনে করা হয়। এই জিনিসগুলি ঘরে নেতিবাচক শক্তি বাড়ায়।
8/10
ভাঙা মূর্তি বা ভগবানের ছেঁড়া ছবি রাখা উচিত নয়। এই ধরনের মূর্তি দুর্ভাগ্যের কারণ হয়। নতুন বছরের আগে তা মন্দিরে রেখে দিন এবং বাড়িতে ঈশ্বরের নতুন মূর্তি স্থাপন করুন।
9/10
ঘরের বৈদ্যুতিক সুইচ বোর্ড বা বাল্ব, টিউবলাইট নষ্ট হয়ে গেলে নতুন বছরের আগে সেগুলো পাল্টে ফেলুন। এই জিনিসগুলি নষ্ট হওয়ার কারণে ঘরে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়।
10/10
কোনও পাত্র ভেঙে গেলে নতুন বছর শুরুর আগেই সরিয়ে ফেলুন। বাড়িতে কখনই ভাঙা বাসন রাখা উচিত নয়। ঘরে অশুভতা নিয়ে আসে।
Published at : 29 Nov 2022 11:31 AM (IST)