Horoscope 26 March 2022: সুখবর আশা করছেন! অপেক্ষা দীর্ঘ হতে পারে, জেনে নিন কোন রাশির জাতকের
কেমন কাটবে আজকের দিন।
1/12
ধর্মকর্মে মন থাকবে আজ। অর্থলাভের আশায় ভুল সিদ্ধান্ত নেবেন না। অভিজ্ঞতা কাজে সাফল্য পেতে সাহায্য করবে। ব্যবসায় লাভের সম্ভাবনা। পড়াশোনার ক্ষেত্রে আরও পরিশ্রম জরুরি।
2/12
আশেপাশের মানুষের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। চাকরিক্ষেত্রে প্রযুক্তির উপর নির্ভরতা বাড়বে। কর্মক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিন। মন্দায় ব্যবসা বন্ধ হয়ে গিয়ে থাকলে, তা পুনরায় চালু করার ভাবনা শুরু করে দিন।
3/12
পরনিন্দা-পরচর্চা এড়িয়ে চলুন। ব্যবসার ক্ষেত্রে পরিধি বাড়ানোর প্রয়োজন রয়েছে। বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকলে পেপারওয়র্ক সেরে ফেলুন।
4/12
কাজের জন্য প্রশংসা মিলবে। চাকুরিরতদের জন্য দিনটি ভাল। জমিয়ে রাখা কাজ সেরে ফেলুন অবিলম্বে। গ্রাহকের পছন্দ-অপছন্দের দিকে নজর রাখতে হবে ব্যবসায়ীদের।
5/12
মনে আনন্দ থাকবে। জমে থাকা কাজ সেরে ফেলুন। টাকা ধার নিয়ে ধর্মসঙ্কটে পড়তে পারেন। ব্যবসায়ীদের আয়বৃদ্ধির সম্ভাবনা। চোখের সমস্যা ভোগাতে পারে।
6/12
সমাজ এবং নিজের চারপাশ সম্পর্কে ওয়াকিবহল থাকুন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত যাঁরা, আরও সাবধানী হওয়া প্রয়োজন তাঁদের। অন্যের বিষয়ে নাক না গলানোই শ্রেয়।
7/12
কারও সঙ্গে তর্কে না জড়ানোই ভাল।নইলে অপমানিত হতে পারেন। অফিসের কাজ নিয়ে সতর্ক থাকুন, নইলে গুরুত্বপূর্ণ বিষয় নজর এড়িয়ে যেতে পারে।ব্যবসার পরিকল্পনা থাকলে, আরও সচেতন ভাবে ভাবনা-চিন্তা করতে হবে।
8/12
গুরুত্বপূর্ণ কিছু খবর পাওয়ার আশা থাকলে, তা আরও বিলম্বিত হতে পারে। তাই ধৈর্য না হারিয়ে নিজের কাজে মনোযোগ দেওয়া উচিত। চিকিৎসাক্ষেত্রে যুক্তদের আরও উদার হতে হবে।
9/12
জ্ঞানবৃদ্ধির জন্য পড়াশোনা জরুরি। পছন্দের কাজ করার সুযোগ পাবেন। পথ দেখাবেন অভিজ্ঞ ব্যক্তিরা। ব্যবসায় আয়বৃদ্ধির সম্ভাবনা।
10/12
সংযম থাকুক কথাবার্তায়। বিনা প্রয়োজনে কথা না বাড়ানোই ভাল। খুচর ব্যাবসার ক্ষেত্রে পরিস্থিতি একটু টালমাটাল হতে পারে।
11/12
কাজের চাপে মাথা গরম হয়ে যেতে পারে। তা সত্ত্বেও নিষ্ঠার সঙ্গেই কাজ সম্পন্ন করতে হবে। আজ গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল।
12/12
পরিকল্পনা করে তবেই কাজ এগোন। আগামী দিনে কাজের চাপ বাড়বে। কাজের জায়গায় আরও সতর্ক হোন, কারণ আপনার গতিবিধির উপর নজর রাখা হতে পারে। সরকারি চাকরিতে পদোন্নতির সম্ভাবা।
Published at : 26 Mar 2022 07:29 AM (IST)