Horoscope 26 March 2022: সুখবর আশা করছেন! অপেক্ষা দীর্ঘ হতে পারে, জেনে নিন কোন রাশির জাতকের
ধর্মকর্মে মন থাকবে আজ। অর্থলাভের আশায় ভুল সিদ্ধান্ত নেবেন না। অভিজ্ঞতা কাজে সাফল্য পেতে সাহায্য করবে। ব্যবসায় লাভের সম্ভাবনা। পড়াশোনার ক্ষেত্রে আরও পরিশ্রম জরুরি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআশেপাশের মানুষের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। চাকরিক্ষেত্রে প্রযুক্তির উপর নির্ভরতা বাড়বে। কর্মক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিন। মন্দায় ব্যবসা বন্ধ হয়ে গিয়ে থাকলে, তা পুনরায় চালু করার ভাবনা শুরু করে দিন।
পরনিন্দা-পরচর্চা এড়িয়ে চলুন। ব্যবসার ক্ষেত্রে পরিধি বাড়ানোর প্রয়োজন রয়েছে। বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকলে পেপারওয়র্ক সেরে ফেলুন।
কাজের জন্য প্রশংসা মিলবে। চাকুরিরতদের জন্য দিনটি ভাল। জমিয়ে রাখা কাজ সেরে ফেলুন অবিলম্বে। গ্রাহকের পছন্দ-অপছন্দের দিকে নজর রাখতে হবে ব্যবসায়ীদের।
মনে আনন্দ থাকবে। জমে থাকা কাজ সেরে ফেলুন। টাকা ধার নিয়ে ধর্মসঙ্কটে পড়তে পারেন। ব্যবসায়ীদের আয়বৃদ্ধির সম্ভাবনা। চোখের সমস্যা ভোগাতে পারে।
সমাজ এবং নিজের চারপাশ সম্পর্কে ওয়াকিবহল থাকুন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত যাঁরা, আরও সাবধানী হওয়া প্রয়োজন তাঁদের। অন্যের বিষয়ে নাক না গলানোই শ্রেয়।
কারও সঙ্গে তর্কে না জড়ানোই ভাল।নইলে অপমানিত হতে পারেন। অফিসের কাজ নিয়ে সতর্ক থাকুন, নইলে গুরুত্বপূর্ণ বিষয় নজর এড়িয়ে যেতে পারে।ব্যবসার পরিকল্পনা থাকলে, আরও সচেতন ভাবে ভাবনা-চিন্তা করতে হবে।
গুরুত্বপূর্ণ কিছু খবর পাওয়ার আশা থাকলে, তা আরও বিলম্বিত হতে পারে। তাই ধৈর্য না হারিয়ে নিজের কাজে মনোযোগ দেওয়া উচিত। চিকিৎসাক্ষেত্রে যুক্তদের আরও উদার হতে হবে।
জ্ঞানবৃদ্ধির জন্য পড়াশোনা জরুরি। পছন্দের কাজ করার সুযোগ পাবেন। পথ দেখাবেন অভিজ্ঞ ব্যক্তিরা। ব্যবসায় আয়বৃদ্ধির সম্ভাবনা।
সংযম থাকুক কথাবার্তায়। বিনা প্রয়োজনে কথা না বাড়ানোই ভাল। খুচর ব্যাবসার ক্ষেত্রে পরিস্থিতি একটু টালমাটাল হতে পারে।
কাজের চাপে মাথা গরম হয়ে যেতে পারে। তা সত্ত্বেও নিষ্ঠার সঙ্গেই কাজ সম্পন্ন করতে হবে। আজ গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল।
পরিকল্পনা করে তবেই কাজ এগোন। আগামী দিনে কাজের চাপ বাড়বে। কাজের জায়গায় আরও সতর্ক হোন, কারণ আপনার গতিবিধির উপর নজর রাখা হতে পারে। সরকারি চাকরিতে পদোন্নতির সম্ভাবা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -