Horoscope 27 May: স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে মীন রাশির জাতকদের, কী বলছে আপনার রাশিফল?
আজকের রাশিফল
1/12
আজ সফল হতে বেগ পেতে হবে। বসের সঙ্গে কোনওরকম বিবাদে যাবেন না। ধারদেনায় জিনিস না কেনাই শ্রেয়।
2/12
আজ মনকে শান্ত রাখুন ও ঈশ্বরের নাম করুন। চাকরির সঙ্গে জড়িতদের ধৈর্য ধরতে হবে। ষড়যন্ত্র থেকে সাবধান।
3/12
তৃতীয় ব্যক্তির ঝামেলা মেটাতে মধ্যস্থতা করতে হতে পারে। নিরপেক্ষ হয়ে সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়। চাকরির চেষ্টায় থাকা ব্যক্তিদের সুখবর আসতে পারে।
4/12
অসম্পূর্ণ কাজ শেষ করতে সমস্যা হতে পারে কিন্তু মন শান্ত রাখুন। কর্মক্ষেত্রে সাফল্য মিলতে পারে। ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ কাগজ সামলে রাখুন।
5/12
লাভের আশা রয়েছে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। চাকরিতে মন না টিকলেও হঠকারি সিদ্ধান্ত নেবেন না।
6/12
অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। পুণ্য লাভ হবে। সরকারি চাকুরেরা মন দিয়ে কাজ করবেন।
7/12
মনের সঙ্গে মস্তিষ্কের ব্যবহারও প্রয়োজন। দ্বন্দ্ব থেকে নিজেকে দূরে রাখুন ও তাড়াহুড়োয় সিদ্ধান্ত নেবেন না।
8/12
শৈল্পিক কাজে আগ্রহীদের জন্য ভাল দিন। সামাজিক কাজকর্মে মন দিতে পারেন। কোনও কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে ঢিলেমো না করাই ভাল।
9/12
বিরূপ পরিস্থিতি থেকে বেরনোর পথ খুঁজে পাওয়া প্রয়োজন। নতুন চাকরির অফার লেটার পেতে পারেন। আঘাত পেতে পারেন।
10/12
মনে কোনও অশান্তি থাকলে সেই নিয়ে চুপ করে থাকবেন না। বিদেশে চাকরির সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন যাঁরা তাঁদের সাফল্য আসতে পারে।
11/12
নেটওয়ার্কিংয়ে জোর দিন। ব্যবসায় লাভ না হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে মনোকষ্টে না ভুগে শান্ত থাকুন।
12/12
নিজের জন্য অবসর সময় বের করুন। আলসারের সমস্যা থাকলে তাঁরা সাবধানে থাকবেন। খাবারের ক্ষেত্রে সংযত হোন।
Published at : 27 May 2022 06:53 AM (IST)