Daily Astrology: কেমন যাবে আজকের দিন? কী বলছে আপনার রাশিফল?
Daily Astrological Prediction: কেমন কাটবে বুধবার? কী রয়েছে আপনার ভাগ্যে?
ফাইল ছবি
1/12
মেষ- হঠাৎ কোনও সিদ্ধান্ত নেবেন না। তাতে আক্ষেপ করতে হতে পারে। সন্তানের সাফল্যে খুশি। প্রিয়জন আজ আপনার কথা নাও শুনতে পারে। কোনও নতুন কাজ শুরু করবেন না।
2/12
বৃষ- উপস্থিত বুদ্ধির ফলে দ্রুত কাজ করতে পারবেন। আর্থিক ক্ষতি হতে পারে। নিজের ব্যবহার সম্পর্কে সচেতন হন। অযথা মাথা গরম নয়। সঙ্গীর সঙ্গে কথা বলুন প্রয়োজনে।
3/12
মিথুন- আপনার ধৈর্য্যের পরীক্ষা নিতে পারে কোনও বন্ধু। কোনওরকম আপোষ করবেন না। আয়ের নতুন উপায় খুঁজে পাবেন। নিজের খেয়াল রাখুন।
4/12
কর্কট- ভবিষ্যতের স্বার্থে আজ থেকেই বিনিয়োগ করুন। যোগাযোগ নষ্ট হতে দেবেন না। সৃজনশীল কাজের সুযোগ রয়েছে। সংঘাতে জড়াতে পারেন।
5/12
সিংহ- অতিরিক্ত ব্যয়ে রাশ টানা প্রয়োজন। দিনের শেষে বিনোদনের জন্য কিছু পরিকল্পনা করতে পারেন। মোবাইলে অবসর সময়ে নষ্ট করবেন না। সঙ্গীকে কোনও বিষয়ে জোর করবেন না।
6/12
কন্যা- পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতে মন ভাল হয়ে যাবে। কোনও আত্মীয়র কারণে আর্থিক ঝুঁকি বাড়তে পারে। আপনার প্রচেষ্টাকে স্বীকৃতি দেবে পরিবারের সদস্যরা।
7/12
তুলা- কথা বলার আগে ভেবে বলুন। পরে আফশোস করতে হতে পারে। ব্যক্তিগত জীবন সম্পর্কে কাউকে কিছু বলবেন না। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না।
8/12
বৃশ্চিক- সুস্থ থাকতে শরীরচর্চায় মন দিন। লোনের জন্য আবেদন করে থাকলে আজ পেতে পারেন। সন্ধেয় প্রিয়জনের সঙ্গে কিছু পরিকল্পনা করতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
9/12
ধনু- দু্গ্ধজাত ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা লাভের মুখ দেখবেন। কোনও নতুন খবরে পরিবারে খুশি আসবে। প্রিয়জনের আচরণে হঠাৎ মেজাজ বিগড়ে যেতে পারে।
10/12
মকর- দিনভর ব্যস্ততা থাকলেও স্বাস্থ্য ভাল থাকবে। নিজের ব্যবহার সম্পর্কে সচেতন হন। হতাশা গ্রাস করতে পারে। সঙ্গীর থেকে সারপ্রাইজ পেতে পারেন।
11/12
কুম্ভ- অকারণে চিন্তা করবেন না। তাতে নিজের মেজাজই নষ্ট হবে। কোনও নেতিবাচক ভাবনা আসতে দেবেন না। কোনও সেমিনার বা প্রদর্শনীতে অংশ নিতে পারেন।
12/12
মীন- স্বপ্ন পূরণ হতে পারে আজ। অতিরিক্ত খুশি দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। বাড়ি সাজাতে পারেন আজ। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে।
Published at : 01 Aug 2023 09:30 PM (IST)