Horoscope 23 July : সুখবর আসতে পারে বৃশ্চিকের, শত্রুর মোকাবিলা করতে হবে মিথুনকে
আজকের রাশিফল : সুখবর আসতে পারে বৃশ্চিকের, শত্রুর মোকাবিলা করতে হবে মিথুনকে
সুখবর আসতে পারে বৃশ্চিকের, শত্রুর মোকাবিলা করতে হবে মিথুনকে
1/12
দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে আসছেন। হয়তো মনে হচ্ছে তাতে কোনও লাভ হচ্ছে না। ভেঙে পড়বেন না। ধৈর্য ধরুন, আগামী কিছুদিনের মধ্যে পরিশ্রমের ফল পাবেন।
2/12
এই সপ্তাহে আপনার প্রতিযোগিতামূলক মনোভাব দৃঢ় হবে এবং আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যেতে সক্ষম হবেন। ভিন্ন কোম্পানির জন্য কাজ করার সুযোগ পেতে পারেন, যা আরও সুবিধা দেবে। এই সপ্তাহটি বিনিয়োগ এবং সম্পদ বৃদ্ধির অনুকূল।
3/12
নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। সম্মান প্রাপ্তির যোগ। যাঁরা সরকারি কাজে ব্যস্ত থাকেন, তাঁদের জন্য খুব ভাল খবর আসতে চলেছে।
4/12
আর্থিক অবস্থা ভালই থাকবে। টাকা রোজগারের একাধিক উপায় নজরে আসবে আজ। কঠিন পরিশ্রমের ফলস্বরূপ প্রমোশন হতে পারে। হঠাৎ প্রেমের জোয়ার আসতে পারে জীবনে। তবে কীভাবে সামাল দেবেন , তা আপনার হাতেই আছে।
5/12
গোটা দিন একটু সাবধানতা অবলম্বন করুন, কারণ কেউ আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে আজ।
6/12
বয়স্কদের কথা মেনে চললে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। কোনও জিনিসপত্র হারাতে পারে। কর্মস্থানে কোনও প্রকার বাধা আসতে পারে। কারও শরীরের সমস্যা নিয়ে ব্যস্ত হতে হবে।
7/12
সন্তানদের চাকরির খবর পেতে পারেন। উকিলদের জন্য সামনে শুভ সময়। ভাই-বোনের অশান্তিতে কোনও অপর ব্যক্তির দ্বারা সমঝোতা হতে পারে। লেনদেনের কাজ নিয়ে সময় কেটে যাবে।
8/12
অপ্রত্যাশিত সুখবর আসতে পারে। প্রেমের সম্পর্ক ভাল হবে কিন্তু দীর্ঘমেয়াদি হবে না। বৈবাহিক সম্পর্ক ভাল হবে তখনই , যখন দুজনের সমান প্রচেষ্টা।
9/12
আপনার ঘনিষ্ঠ কেউ বা পরিবারের কোনও সদস্য তাঁর লক্ষ্যপূরণে সমর্থ হবেন বা তাঁর কোনও কাজে সাফল্য আসবে। নিজের জন্য সময় বের করুন। পছন্দের সঙ্গীর সঙ্গে ভাল মুহূর্ত কাটাতে পারেন।
10/12
সমালোচনা শুনবেন কিন্তু বেশি গুরুত্ব দেবেন না। সমালোচকদের সন্তুষ্ট করার জন্য নিজের উপর বেশি চাপ না আনাই ভাল। শুভানুধ্যায়ীদের সঙ্গে সময় কাটান। পছন্দের কারও সঙ্গে ভাল সময় কাটতে পারে।
11/12
কর্মস্থানে ভাল নির্দেশের জন্য সম্মান বৃদ্ধি। গুরুজনের সঙ্গে অযথা তর্ক বাধতে পারে। প্রেমের ক্ষেত্র ভাল নয়। ব্যবসায় ভাল সংবাদ আসতে পারে।
12/12
ভাইবোনের সঙ্গে কিছু বৈষম্য আসতে পারে। সুতরাং, তাদের সঙ্গে কথা বলার সময়, সংযম বজায় রাখার চেষ্টা করুন। অবিবাহিত ব্যক্তিরা তাদের জীবনে একটি নতুন পর্যায় শুরু করতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
Published at : 23 Jul 2022 07:14 AM (IST)