Daily Astrology: সাবধান, আজ কিছু বিষয়ে বিপদের আশঙ্কা রয়েছে, কী কী বুঝে চলবেন ? কেমন যাবে আজকের দিন
Daily Astrology Prediction: কেমন কাটবে দিন ? গ্রহের ফের কাদের রয়েছে ? কাদের সাবধান থাকতে হবে ? দেখুন একনজরে
সাবধান, আজ কিছু বিষয়ে বিপদের আশঙ্কা রয়েছে, কী কী বুঝে চলবেন ? কেমন যাবে আজকের দিন
1/12
আগামীকাল আপনার জন্য শুভ দিন। ভাল কাটবে মঙ্গলবার। বাড়িতে অতিথি আসতে পারে। সাবধানে গাড়ি চালাবেন। রাস্তাঘাট পার হবেন। তাহলে বিপদের আশঙ্কা থাকবে না। দায়িত্ব এড়িয়ে যাবেন না। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিন। তাতে বরং আপনার মঙ্গল হবে। তবে কর্মক্ষেত্রে সতর্ক থাকবেন। কেউ আপানার ক্ষতি করতে পারে।
2/12
মঙ্গলবার আপনার ভাল যাবে দিন। অতিরিক্ত কাজের চাপ নেবেন না। চিন্তা বাড়তে পারে। সম্পত্তি নিয়ে কোনও কিছু জটিলতা থাকলে, তা সমাধান মিলবে। অনলাইন ব্যবসায় সাবধান, অসুবিধা হতে পারে। কাউকে কিছু বলার আগে ভেবে নিন।
3/12
আগামীকাল একটু চিন্তায় থাকতে পারেন। বিশেষ করে সন্তানের কাজের বিষয় নিয়ে চিন্তা হতে পারে। তবে দাম্পত্য জীবন ভাল কাটবে। জীবনসঙ্গীর থেকে সাপোর্ট পাবেন। রাজনৈতিক ক্ষেত্রে আপনি কাজ করলে, ভেবে এগোন। কিছু সমস্যা আসতে পারে। কারও কথায় বিভ্রান্ত হবেন না। মন খারাপ করবেন না।
4/12
আগামীকাল ভাল যাবে দিন। কোনও চিন্তা মাথায় থাকলে, তা ঠিক হয়ে যাবে। আপনার কথার গুরুত্ব মিলবে। বাবার থেকে পরামর্শ নিতে পারেন। সামাজিক কাজে উৎসাহ পাবেন।
5/12
আগামীকাল মেষ রাশির জাতকদের জন্য ভাল দিন। ব্যবসায় লাভ আসবে। তবে তর্কের আবহ দেখলে এড়িয়ে চলুন। যদি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোন ঝামেলা হয়ে থাকে, তাহলে সমস্যা দেখা দিতে পারে। তবে চিন্তার কিছু নেই, আপনার পক্ষেই আইনি রায় আসতে পারে। ছাত্র-ছাত্রীরা প্রতিযোগীতা অংশ নিলে ভাল ফল আসবে।
6/12
মঙ্গলবার বৃষ রাশির জাতকদের ব্যবসা তেমন খুব একটা ভাল যাবে না। শত্রু থেকে সতর্ক থাকবেন। দায়িত্ব এড়িয়ে যাবেন না। চিন্তা করে প্রতিটি পদক্ষেপ ফেলুন। বাবা যদি কোনও বিষয় নিয়ে অভিযোগ করেন, মন খুলে তার সঙ্গে আলোচনায় বসুন। বাড়ি সংস্কারের কথা ভেবে থাকলে এঘোতে পারেন।
7/12
আগামীকাল আপনার মিলিয়ে মিশিয়ে যাবে। আবেগপ্লুত হয়ে সিদ্ধান্ত নেবেন না। কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারেন। মঙ্গলবার কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে একটু পিছিয়ে দিন
8/12
কাজে হঠকারিতা করবেন না, অসুবিধায় পড়বেন। অফিসে বড় কোনও দায়িত্ব পেতে পারেন। পরিবারের সঙ্গে খুলেমিলে কথা বলুন। সকলের সঙ্গে সব কথা ভাগ করে নেবেন না।
9/12
আগামীকাল এই রাশির জাতকদের মিলিয়ে মিশিয়ে যাবে দিন। রাগ নিয়ন্ত্রণে আনুন। ব্যবসায় সাফল্য আসবে। আয়ের মুখ দেখবেন। বিনিয়োগের পথে এগোতে পারেন। মা-বাবার প্রতি যত্নবান হন। তাদের সঙ্গে খোলামেলা কথা বলুন।
10/12
আগামীকাল ভাল যাবে আপনার। সংসারে সুখ বজায় থাকবে। পারবারিক সমস্যা থেকে মুক্তি মিলবে। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে।
11/12
এই রাশির জাতকদের জন্য সুখবর আসতে পারে। আনন্দ বয়ে আনবে সেই খবর। হারানো টাকা ফেরৎ পেতে পারেন। শরীর নিয়ে সতর্ক হন। আশাপূরণ হয়ে যেতে পারে।
12/12
মঙ্গলবার ভাল যাবে দিন। যদি আপনি চাকরি পরিবর্তন করতে চান, তাহলে আজ শুভ দিন। কথা বুঝে বলুন। কাজের কারণে বাইরে বের হতে পারেন। অসম্পূর্ণ কাজ আজকে শেষ হবে। কারও কথায় প্রাভাবিত হবেন না।
Published at : 07 Jan 2025 07:00 AM (IST)