Horoscope Today 10 March 2022: ছোট বিনিয়োগে বড় মুনাফার সম্ভাবনা, কোন রাশির জাতকের জেনে নিন
দিনভর সক্রিয় থাকা উচিত। কাজের সূত্রে অনেকের সঙ্গে আলাপ। আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেবেন চারপাশের মানুষ। অফিসে সময়ে কাজ শেষ করতে পারবেন। ব্যবসার কাজে বাইরে যেতে হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোজনামচার ক্ষেত্রে রুটিন মেনে চলুন। নইলে প্রভাব পড়বে স্বাস্থ্যের উপর। সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করুন। ব্যবসায়ীদের সম্পত্তিতে বিনিয়োগের সম্ভাবনা। ভবিষ্যৎ সংক্রান্ত পরিকল্পনা আজই শুরু করুন। ত্বকের সমস্যা ভোগাবে। পরিবারের বয়স্কদ সদস্যের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
মা এবং মাতৃসম মহিলাদের স্নেহ পাবেন। অফিসে মহিলা সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। ব্যবসায়ীরা ধার দেওয়া থেকে বাঁচুন। বেশি পরিমাণ পণ্য মজুত না করাই ভাল। সেনাবাহিনীতে আবেদন করলে সুখবর আসবে।
অফিসের কাজ সক্রান্ত বেশি চাপ মাথায় নেবেন না। বরং নিজের পছন্দের কাজকর্মে মন দিন আজ। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। চাকুরিরতরা সহকর্মীদের সঙ্গে বিবাদ থেকে বাঁচুন। আটকে থাকা টাকা আজ হাতে পেতে পারেন ব্যবসায়ীরা।
ছোট বিনিয়োগ থেকে বড় মুনাফার সম্ভাবনা। আগে বিনিয়োগ করেছিলেন যাঁরা, তাঁদেরও আজ মুনাফা হতে পারে। সোনা-রূপার ব্যবসায় নিযুক্ত থাকলে ধারদেনা থেকে বাঁচুন।
জীবনে সাহসী পদক্ষেপ করতে হবে। জীবনে অনেক উঁচুতে পৌঁছনোর লক্ষ্য থাকলে পরিকল্পনা শুরু করতে হবে এখন থেকেই। চাকুরিরতদের উপর কাজের চাপ থাকবে। হোটেল এবং রেস্তরাঁ ব্যবসায় লাভ।
আশাহত হবেন না। কাছের মানুষ বিশ্বাসের মর্যাদা রাখবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক খারাপ হলে তা প্রভাব ফেলবে কাজেও। ব্যবসায়ীদের জন্য সময় ভাল। ফাটকা লাভের সম্ভাবনা রয়েছে।
পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। পরিশ্রম চালিয়ে যান, সুফল মিলবেই। নতুন প্রকল্পে সাফল্যের সম্ভাবনা। জামা-কাপড়ের ব্যবসায় গ্রাহকের চাহিদা বুঝে তবেই মাল রাখা উচিত।জীবনসঙ্গীর কাছ থেকে উপহার পাবেন।
আজ গণেশপুজো করুন। বিতরণ করুন ভোগের লাড্ডু। তাতে ভাগ্য সুপ্রসন্ন হবে।আমদানি, রফতানি এবং পরিবহণ ব্যবসায় ওঠাপড়ার সম্মুখীন হওয়ার সম্ভাবনা।
আজ জন্মদিন, বিবাহবার্ষিকী হলে পছন্দের উপহার পেতে পারেন। ইতিবাচক চিন্তা-ভাবনা কাজের ক্ষেত্রে সহায়ক হবে। চাকুরিরতরা কাজের পাশাপাশি বিশ্রামও নিন। প্লাস্টিকের ব্যবসায় ক্ষতির আশঙ্কা।
সামাজিক বৃত্তের পরিধি বাড়ান। নতুন মানুষ জনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। অফিসের কোনও কথা বাইরে বলবেন না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানে গেলে বিপদে পড়বেন। ঘাড় এবং কোমরের ব্যথা ভোগাতে পারে।
অন্যের সমস্যা নিয়ে মাথা ঘামাবেন না। এতে নিজের মানসিক শান্তি নষ্ট হতে পারে। কাজের ক্ষেত্রে যাতে কোনও বাধা সৃষ্টি না হয়, তার জন্য নিজেকেই চেষ্টা করতে হবে। পুজো-অর্চনায় মনে শান্তি আসবে। হাতে চোট লাগতে পারে। বৈবাহিক জীবনে সমস্যার সম্মুখীন হতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -