Horoscope Today 17 February 2022: কাজের জায়গায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন কোন রাশির জাতক, দেখে নিন এক নজরে

আজকের রাশিফল।

1/12
মেষ-পরিচিত এবং বন্ধুকে চাকরি পেতে সাহায্য করতে পারেন। কাজের জায়গায় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা। ব্যবসায় মুনাফার সম্ভাবনা। দুর্ঘটনা থেকে সাবধান। পড়ে গিয়ে চোট লাগার সম্ভাবনা।
2/12
বৃষ-দুশ্চিন্তা করবেন না। মানসিক চাপ থেকে সমস্যা হতে পারে। চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্তরা অন্যকে সাহায্য করতে এগিয়ে যান। কাঠের ব্যবসায় লাভ।
3/12
মিথুন-মনে শান্তি থাকবে। কাজে ব্যস্ত থাকবেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের মুনাফার সম্ভাবনা। বাসি খাবার এবং ফাস্ট ফুড এড়িয়ে চলুন। পেটের সমস্যা দেখা দিতে পারে।
4/12
কর্কট-কাজের জায়গায় বসের সঙ্গে সম্পর্ক ভাল রাখুন। ব্যবসা নিয়ে পরিকল্পনা করতে পারেন, যা ভবিষ্যতে কাজে লাগবে।খাওয়া-দাওয়ায় অনিয়ম করবেন না।
5/12
সিংহ-দীর্ঘ দিন ধরে কোনও সমস্যা চলতে থাকলে, আজ তা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করুন। অফিসের কাজ ফেলে রাখবেন না।
6/12
কন্যা-নতুন কাজের সুযোগ। কাজে গাফিলতি করবেন না। বেশ কিছু দিন ধরে শরীর খারাপ থাকলে আজ চিকিৎসকের পরামর্শ নিন।
7/12
তুলা-কথাবার্তায় সংযম রাখুন। অন্যের কথা পুরো না শুনে প্রতিক্রিয়া দেবেন না।
8/12
বৃশ্চিক-পুজো-পাঠের প্রতি মন থাকবে। স্থায়ীপদে কর্মরত না হলে আজ সুখবর মিলতে পারে।
9/12
ধনু-মজা করে কাটবে দিন। নেতিবাচক চিন্তা মনে আসতে দেবেন না। সহকর্মীদের সঙ্গে বিবাদের সম্ভাবনা।
10/12
মকর-কাজে দেরি হতে পারে। ধৈর্য হারাবেন না। বাবার সঙ্গে ব্যবসায় যোগ দিলে, বাবার উপর ভরসা রাখাও জরুরি।
11/12
কুম্ভ- আত্মবিশ্বাস আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে। ভাল সুযোগ মিলবে কাজের। ব্যবসায়ী আরও পরিশ্রমের প্রয়োজন।
12/12
মীন-কারও থেকে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা। অফিসে কাজ সম্পূর্ণ না হলে চিন্তার কারণ রয়েছে। ব্যবসায় বড় চুক্তির সম্ভাবনা।
Sponsored Links by Taboola