Horoscope Today 17 January : মেষ রাশি? অন্তর্ঘাত থেকে সাবধান ! মীন রাশ টানুন রাগে, কী বলছে আপনার রাশিফল
মেষ রাশি : মোটের উপর ভালই কাটবে আজকের দিন। চাকরি যাঁরা করেন, সমস্যার মুখোমুখি হতে পারেন। আপনার অধীনস্থ সহকর্মীদের উপর নজর রাখতে পারেন কাল। আজ কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসা যাঁরা করেন, ধার-বাকিতে ব্যবসা না করাই শ্রেয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ রাশি : কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রত্যাশা অনুযায়ী ফল নাও পেতে পারেন। হতাশার ভাব আসতে পারে। ব্যবসায়ীরা কালকের কাজ পূরণ করার জন্য প্রাণপনে চেষ্টা করুন। আর ধরতে হবে ধৈর্য। গ্রাহকের সঙ্গে বিবাদে জড়িয়ে না পড়াই ভাল। শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনও সুখবর পেতে পারেন।
মিথুন রাশি : সামান্য সমস্যায় পড়তে হতে পারে কাল। কাল চাকরিক্ষেত্রে কাজে মন নাও বসতে পারে। কর্মক্ষমতা অনুযায়ী পদস্থ আধিকারিক আপনার কার্যক্ষেত্রে বদল আনতে পারেন। চাকরিতে বদলি হতে পারে। বেতন বাড়তে পারে যদিও। কাঠের ব্যবসা যারা করেন মুনাফা বেশি হতে পারে পারেন।
কর্কট রাশি : টার্গেট ভিত্তিক কাজ যারা করেন, তাদের জন্য দিনটি মোটের উপর ঠিক থাকবে। মন দিয়ে কাজ করলে নিয়ন্ত্রণে থাকবে লক্ষ্যমাত্রা। ব্যবসায় আপনার ইতিবাচক এনার্জি বেশি লাভ পেতে সাহায্য করবে। যুবক-যুবতিরা কাজে আলস্য দেখাবেন না। এতে কাজ বিগড়ে যেতে পারে। খরচে নিয়ন্ত্রণ রাখুন।
সিংহ রাশি : আজ ভাল নাও কাটতে পারে। কোনও বিষয় নিয়ে চাকরিক্ষেত্রে মনোমালিন্য হতে পারে এবং বস নারাজ হতে পারেন। বসের সঙ্গে কাল তর্কবিতর্ক করা উচিত হবে না। শুনলে ভাল। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে কাল। ফলে ভাল থাকবে আর্থিক অবস্থা।
কন্যা রাশি : চাকরি যারা করেন তাদের জন্য দিনটি মোটের উপর ভাল। উন্নতির দিশা দেখতে পারেন। কোনও সহকর্মীকে বেশি সাহায্য করতে হতে পারে কাল। রিয়েল এস্টেটে কর্মরতরা নতুন প্রকল্প হাতে পেতে পারেন। পুরনো প্রকল্প সম্পূর্ণ হওয়ায় বেশি খুশি থাকবেন। কথাবার্তা বুঝে শুনে বলবেন। সন্তানকে নিয়ে বাড়িতে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে।
তুলা রাশি : বিদেশ থেকে আসতে পারে চাকরির অফার। কাছের কারো থেকে পেতে পারেন সুখবরও। ফলে ভাল থাকবে মন। ঠিকমতো কাজ না হওয়ার কারণে মানসিক দুশ্চিন্তায় থাকতে হতে পারে ব্যবসায়ীদের। অনলাইনে ব্যবসা যাঁরা করেন, লাভ পেতে পারেন।
বৃশ্চিক রাশি : চাকরি যাঁরা করেন, সুখবর পেতে পারেন আজ। মিলতে পারে প্রমোশন। তবে কাজ নিয়ে অহংকার করবেন না। ব্যবসায়ীরা পূর্ণ উদ্যমে কাজ করে যান। নয়তো ক্ষতি হতে পারে। যুবকরা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য পূর্ণ উদ্যমে চেষ্টা চালিয়ে যান।
ধনু রাশি: ঠিকঠাক থাকবে কালকের দিন। চাকরি ক্ষেত্রে অনেক ব্যস্ততায় কাটবে দিনটি। টেলি কমিউনিকেশনের সঙ্গে যুক্তদের জন্য লক্ষ্যমাত্রা বেশি থাকবে। নিজের কাজে পূর্ণ মনোযোগ থাকুক। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভাল। ফলে ভাল থাকবে আর্থিক স্থিতি।
মকর রাশি : রিসার্চ সেন্টারে কাজ করেন যাঁরা তাঁদের জন্য কালকের দিনটি শুভ হতে পারে। অনেকদিন ধরে থেমে থাকা কাজ আজ ফের শুরু হতে পারে। ফলে সন্তুষ্ট থাকবে মন। ব্যবসায়ীরা ব্যবসা বাড়াতে পারেন। জমিজমায় বিনিয়োগ করতে পারেন আজ।
কুম্ভ রাশি : মোটের উপর ভাল কাটবে আজকের দিন। চাকরি ক্ষেত্রে তেমন কোনও টেনশন না থাকলেও কাজে ভুলচুক থেকে বাঁচুন। অন্যথা আপনার কেরিয়ারে এর প্রভাব পড়তে পারে। খুচরো ব্যবসায়ীদের চাহিদা অনেক বেশি থাকবে। যুবকেরা কাল ভেবেচিন্তে যে কোনও কাজে হাত দিন। মা-বাবার সেবা করুন।
মীন রাশি : মোটের উপর ভাল কাটবে আজকের দিন। অফিসে বা অফিসের বাইরে কাউকে সাহায্য করতে হতে পারে। সাহায্য করুন আর ভরপুর মানসিক শান্তি পান। রাগের বশবর্তী হয়ে কোনও কাজ করবেন না ব্যবসায়ীরা। প্রতিযোগিতামূলক কোনও পরীক্ষা দিচ্ছেন তো সফল হতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -