Horoscope Today 2 March 2022: ক্রোধেই সর্বনাশ, কথাবার্তায় সংযম রাখা উচিত কোন রাশির জাতকের, এক নজরে দেখে নিন
দৈনিক রাশিফল।
1/12
দিনের শুরুতে কাজে মন বসবে না। কিন্তু লেগে থাকতে হবে। কাজের জায়গায় খামতি না থাকাই ভাল। তাতে প্রতিপক্ষ শিবির সুযোগ নিতে পারে। লোহার ব্যবসায় ক্ষতির সম্ভাবনা।
2/12
আজ সব কিছু ভুলে কাজে মন দিন। ক্রোধ সংবরণ করতে শিখুন। বুঝে শুনে কথা বলুন। নতুন ব্যবসার পরিকল্পনা থাকলে সাবধানী পদক্ষেপ করুন।
3/12
অন্যের ভুল-ত্রুটি না ধরে নিজের কাজে মনোনিবেশ করুন। কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে। কারও কাজে নাক গলাবেন না।
4/12
মিষ্টি কথায় কাজ হাসিলের চেষ্টা করুন। হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচুন। অফিসে সিনিয়রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। তাতে উন্নতির সম্ভাবনা।
5/12
নেতিবাচক চিন্তা-ভাবনা থেকে বাঁচুন। কাজের জায়গায় পরিশ্রম এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভানা।
6/12
নেটওয়ার্কিংয়ে জোর দিন। পদোন্নতির সম্ভাবনা। সোনা-রূপা ব্যবসায় বড় লাভ আসতে পারে।
7/12
আজ আবেগপ্রবণ হয়ে পড়বেন। তাই বড় কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল। বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকলে সুখবর মিলতে পারে।
8/12
নিজের লক্ষ্য নির্ধারণ করুন। ফাটকা লাভের সম্ভাবনা। সহকর্মীদের সঙ্গে বিবাদের আশঙ্কা।
9/12
কথাবার্তায় সংযম রাখুন। নইলে প্রথম সাক্ষাতেই রুষ্ট হতে পারেন অনেকে। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে সতর্ক হোন।
10/12
অফিসে ত্রুটিমুক্ত কাজের লক্ষ্য রাখুন। নিলে বিপাকে পড়তে হতে পারে। টেলিকমিউনিকেশন ব্যবসায় লাভের সম্ভাবনা।
11/12
আইনি ঝামেলা থেকে আজ দূরে থাকুন। কাজের জায়গায় সম্মান বাড়বে। উচ্চশিক্ষায় ভাল সুযোগ আসতে পারে।
12/12
ধর্মকর্মে মন থাকবে আজ। কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সদ্ভাব রাখা জরুরি। বাসনের ব্যবসায় লাভের সম্ভাবনা।
Published at : 02 Mar 2022 06:27 AM (IST)