Daily Horoscope: কন্যার প্রাপ্তিযোগ, কর্মস্থলে পদোন্নতি মিথুনের; দেখে নিন আজকের রাশিফল

কেমন কাটবে আজকের দিনটি ?

1/12
ব্যবসায় উন্নতির জন্য চেষ্টা করুন। এঁদের অর্থ ভাগ্য ভাল নয়। প্রেমে বড় অশান্তির আশঙ্কা আছে, সতর্ক থাকুন। আজ বিষণ্ণ ভাব বাড়তে পারে।
2/12
অশান্তি বাড়বে। শুভ কাজে বাধা আসতে পারে। বাঁকা পথে আয় করতে যাবেন না। অফিসে কাজের চাপে শারীরিক অসুস্থতা। হঠাৎ বিবাদ বাধতে পারে।
3/12
কর্মস্থলে পদোন্নতি। নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়।
4/12
শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ সমাধান। প্রেমে নতুন মোড় আসতে পারে। আজ যে কোনও নতুন ব্যবসা নিয়ে বাড়িতে আলোচনা।
5/12
খরচ বাড়তে পারে। পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ হবে। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সম্পত্তি নিয়ে আইনের সাহায্য নিতে হতে পারে।
6/12
লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে। চিকিৎসার কাজে সারা দিন অস্থির থাকতে হবে। ব্যবসায় দারুণ অর্থ প্রাপ্তি যোগ আছে। ব্যবসায় নতুন চিন্তাভাবনা হতে পারে।
7/12
প্রতিবেশীর সঙ্গে শত্রুতার আশঙ্কা। ভাল কাজ করেও হতাশা জুটবে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, উন্নতির যোগ রয়েছে।
8/12
স্বভাবের জন্য সংসারে অশান্তি। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না। বন্ধু সমাগমে মনে উৎফুল্লতা বৃদ্ধি।
9/12
পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। লোভের শিকার হবেন না। আজ আপনার কোনও উদ্দেশ্য সিদ্ধ হতে পারে।
10/12
আজ চাপ একটু বেশি থাকতে পারে। বাড়িতে নতুন কোনও অতিথি নিয়ে আনন্দ। মাত্রাছাড়া জেদ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে।
11/12
বিপদের আশঙ্কা। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। শরীরে পুরনো রোগের উৎপাত বাড়বে। বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি করবে। ব্যবসায় মন্দা আসতে পারে।
12/12
শিল্পীদের জন্য খুব ভাল সময়। পেটের যন্ত্রণা বাড়তে পারে। পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন না। আজ সারা দিন খুব বুঝে চলুন।
Sponsored Links by Taboola