Horoscope Today : তুলনায় কাজের চাপ কম থাকতে পারে তুলার, কন্যা রাশির বাতের ব্যথার কষ্টের যোগ, জানুন রাশিফল
তরুণরা আজ কিছু সৃজনশীল কাজে মন দিতে পারেন। স্বাস্থ্য নিয়ে অল্প সমস্যা হতে পারে। ঠাণ্ডা লেগে সমস্যা হতে পারে। ভাইবোনের সঙ্গে পারিবারিক বিবাদের সমাধান হবে। ছোট হোক বা বড়, সবাইকে সম্মান করুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যাবসার প্রসার করতে আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে, বেশি চর্বিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। শুধুমাত্র হালকা এবং হজম করা সহজ খাবার খান। আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে, বড় ধাক্কা আসতে পারে।
লোহা ব্যাবসায়ীরা ভালো লাভবান হবেন। ধর্ম ও কর্মে মন দিন। অন্যকে সাহায্য করা উচিত। কর্মক্ষেত্রে আপনার কাজকে গুরুত্ব নিলে, কম সময়ে বড় কাজ সম্পন্ন করা সম্ভব হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে অসন্তুষ্ট হবেন।
কর্মক্ষেত্রে রাজনীতি এড়িয়ে চলুন। মতভেদ থেকে দূরে থাকুন। মায়ের সান্নিধ্যে সময় কাটান। স্বাস্থ্যের কোনও সমস্যাই অবহেলা করবেন না।
আপনার অধস্তন কর্মীদের পারফরম্যান্সের উপরও কড়া নজর রাখা দরকার। বাত সংক্রান্ত রোগ স্বাস্থ্যের ব্যাঘাত ঘটাতে পারে। ছোট দুর্ঘটনার ব্যাপারে সতর্ক থাকতে হবে। ভ্রমণ এড়িয়ে চলতে হবে। ঘরে হোক বা বাইরে, সবার সঙ্গে ভাল আচরণ করুন। ছোট হোক বা বড়, সবাইকে সম্মান করুন।
অংশীদারী ব্যাবসা করলে একে অপরের প্রতি আস্থা কমতে দেবেন না। স্ট্রেস থেকে নিজেকে রক্ষা করুন, ইতিবাচক মনোভাব বজায় রাখুন। আজ থেকে নিয়মিত ধ্যান করুন । ছোটখাটো বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। অসহায় মানুষকে কাপড়, কম্বল ইত্যাদি দিতে পারেন।
কাজের চাপ অন্যদের তুলনায় কম হবে, যার কারণে প্রিয়জনের সাথে সময় কাটানোর সুযোগ থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর বিরাগ ভাজন হতে পারেন। কর্মক্ষেত্রে সবার সঙ্গে ভালো ও সমান আচরণ রাখার চেষ্টা করুন।
উদ্যমে ভরপুর থাকুন। কাজের প্রতি আপনার নিষ্ঠাই আপনাকে লক্ষ্যের দিকে নিয়ে যাবে। ভবিষ্যৎ কল্পনা করবেন না বসে বসে। ঈর্ষায় ক্ষতি হবে। কোনও কাজ শেষ না হলে ধৈর্য ধরুন, আজ না হলে কাল অবশ্যই কাজ শেষ হবে।
আপনার মনের অজানা ভয় আপনাকে বিব্রত করতে পারে। মনকে খারাপ করে, এমন কোনও কাজ করবেন না। অফিসে ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টা ভালো সময়কে গুরুত্ব দিন।
এই দিনে আপনি যদি ভগবান শিবের পুজো করেন তবে আপনি অবশ্যই সমস্ত বাধা থেকে মুক্তি পাবেন। আত্মবিশ্বাস ধরে রাখুন। সাফল্যের দিকে এগিয়ে চলুন। সময় নষ্ট করবেন না । রাহুর অবস্থান আপনাকে দিয়ে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করাতে পারে।
যারা নতুন ব্যাবসা করেছেন তারা প্রয়োজনী. সরকারি কাগজপত্র পূরণ করুন। চোখে সমস্যা দেখা দিলে যে কোনও অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মনের মধ্যে কোনো অশান্তি থাকলে পরিবারের সদস্যদের সঙ্গে বিষয়টি শেয়ার করলে ভাল হবে।
বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঔদ্ধত্যে দেখাবেন না। প্লাস্টিক ব্যাবসায়ীদের মুনাফার চেষ্টা চালিয়ে যেতে হবে। যুব ও ছাত্রদের জন্য দিনটি ভাল যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -