Daily Astrology: নতুন কারও সঙ্গে দেখা হতে পারে, খুব ভাল দিন কাটবে আজ, কী বলছে আপনার রাশি ?
Daily Astrology Updates: কেমন কাটবে আজকের দিন, দেখুন একনজরে
রাশিফল
1/12
রবিবার সমস্যায় পড়তে পারেন। উদ্বেগ বাড়তে পারে। কারও সেভাবে সাহায্যও পাবেন না। তবে একটা বিষয়ে সাবধান থাকবেন, কারও কথায় চালিত হবেন না। মাথা ঠান্ডা করে এগিয়ে চলুন।
2/12
বিয়ে হচ্ছে না ? তৈরি হয়েছে নানা ইস্যু, তাহলে আজ দিনটি ভাল যেতে পারে। কারণ আজ বিয়ের প্রস্তাব পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসা পাবে। হিংসা করতে পারে অন্যরা। তাই বুঝে এগোন।
3/12
জীবনে কিছু বড় পরিবর্তন আসতে চলেছে। খেয়াল রাখুন। বুঝে এগোন। জীবনে ভারসাম্য নিয়ে আসার চেষ্টা করুন। শত্রুরা আপনার জীবন দেখে হিংসা করতে পারে।
4/12
আজ আপনার জন্য শুভ দিন। কোনও বিশেষ কাজ থাকলে, শুরু করতে পারেন। নিজের শরীর নিয়ে সতর্ক থাকুন। কারণ স্বাস্থ্যের অবনতি হতে পারে। ব্যায়ামে অংশ নিন।
5/12
রবিবার ভাল যাবে মেষ রাশির জাতকদের। প্রেমের সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় সাফল্য পাবেন। রবিবার আপনার জন্য মোটের উপর শুভদিন। এদিন আপনি চাইলে কারও কাছে ভালবাসা প্রকাশ করতে পারেন।
6/12
রবিবার কিছু বিষয়ে ভয় পেতে পারেন বৃষ রাশি জাতকরা। এমনকি চাকরি নিয়েও ভয় আসতে পারেন। একটু বুঝে চলুন। পরিস্থিতি বদলাবে। তবে সফলতা আসবেই।
7/12
রবিবার নষ্টালজিয়ায় ভাসতে পারেন। পুরনো কথা মনে পড়ে যেতে পারে। মন অস্থির হতে পারে। তবে কাজ করার সময় মন দিন। না হলে কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে।
8/12
ধনু রাশির জাতকরা আজ খুব ভাল কাটাবেন । যারা এখন পড়াশোনা করছেন, তাঁদের স্বপ্নপূরণ হবে। অংশীদারি ব্যবসা নিয়ে বন্ধুর সঙ্গে পরিকল্পনা নেওয়া হতে পারে।
9/12
হুটোপাটি করবেন না। ধৈয্য দরুন। নিজের দিকে ফিরুন। কী চাইছে মন, বোঝার চেষ্টা করুন। গুজবে কান দেবেন না। স্বচ্ছ ধারণা নিজেকে দিন। কোনও কাজ করতে গিয়ে তাড়াহুড়ো করবেন না।
10/12
জীবনে কঠোর পরিশ্রমের দাম পাবেন। কারণ আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে পারে। খুব তাড়াতাড়িই আপনার পদোন্নতি হতে চলেছে। পাশাপাশি নতুন করে সম্পর্কের শুরু হতে পারে।
11/12
আজ শক্তি অনুভব করবেন। নতুন কর্মদক্ষতায় কাজ শেষ করতে পারবেন। সেই সঙ্গেই আপনার দায়িত্বের বহর বাড়বে। কোনও ঝামেলায় আটকে থাকলে , দ্রুতই তা কাটবে।
12/12
লোভ সংবরণ করুন, না হলে সম্পর্ক নষ্ট হতে পারে। আপনার ব্যবসা বাড়াতে পারবেন। তবে একটু বুঝে এগোন, সতর্কভাবে পদক্ষেপ ফেলুন তুলা রাশির জাতকরা।।
Published at : 22 Sep 2024 06:00 AM (IST)