Shanideb : শ্রাবণ শনিবারে কীভাবে করবেন সূর্যপুত্র শনিদেবের পুজো, কীভাবে মিলবে সাফল্য

Shani Maharaj : শনিদেব হলেন ন্যায়বিচার ও কর্মের দেবতা। বড়ঠাকুর যখন ক্রমাগত খারাপ ফল দেন, কোনও প্রতিকার কাজ করে না, তখন কী করা উচিত ?

কোন মন্ত্রে, কোন উপাচারে তুষ্ট হবেন শনিদেব ? অন্যায় থেকে ন্যায়ের পথে ফিরতে কীভাবে তুষ্ট করবেন শনিদেবকে

1/10
জেনে নেওয়া যাক, বড়ঠাকুরের রোষ থেকে বাঁচতে প্রতিকার হিসেবে কোন কোন বিষয়গুলিকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়।
2/10
অগ্নিপুরাণ অনুযায়ী, ভক্তের শনিবারের ব্রতের ফলে প্রসন্ন হন শনিদেব। সাড়েসাতি ও ঢাইয়া থেকে মুক্তি পেতে শনিবারের ব্রত অপরিসীম। শ্রাবণ মাসের শনিবারে এই ব্রত শুরু করার মাহাত্ম্য রয়েছে বলে বিশ্বাস।
3/10
তবে, কোনও শুক্লপক্ষের শনিবার থেকেও এই ব্রত শুরু করা যেতে পারে। সাতটি শনিবার বড়ঠাকুরের পুজো করে মনস্কামনা পূরণে সাত-শনিবারের ব্রত রাখা যেতে পারে। এতে শনিদেবের রোষ থেকে মুক্তি মেলে। আসে সাফল্য।
4/10
শনিদেবকে প্রসন্ন করতে কী করতে হবে ? নিয়ম রয়েছে অনেক। তার মধ্যে কয়েকটির উল্লেখ করা হল।
5/10
শনিবারের আগে ব্রহ্মমুহূর্তে উঠে স্নান করে নিতে হবে। পরে নিকটবর্তী বড়ঠাকুরের মন্দিরে গিয়ে পূজার জায়গা পরিষ্কার করুন, দুয়ার মুছুন।
6/10
শনিদেবকে অর্পণ করুন স্নানের জল, কালো কাপড়, কালো তিল, কালো কড়াইয়ের ডাল, সরষের তেল ইত্যাদি। শনিদেবের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালান।
7/10
শনিদেবের প্রিয় ফুল সহযোগে পুজো করার পরে জাতক-জাতিকারা শনিদেবের স্তোত্র পাঠ করুন। একইসঙ্গে সুন্দরকাণ্ড ও হনুমান চালিশা পাঠ করা জরুরি। এছাড়াও রাজা দশরথ রচিত ‘শনি স্তোত্র পাঠ করার পরামর্শ দেওয়া হয়।
8/10
এছাড়াও ভক্তেরা শং শনিশ্চরায় নম:, সূর্যপুত্রায় নম ইত্যাদি মন্ত্রের জপ করতে পারেন। এতে বড়ঠাকুর প্রসন্ন হন বলে বিশ্বাস।
9/10
বিশ্বাস, অশ্বত্থ গাছে শনিদেবের নিবাস। তাই প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো ও ছায়াদান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে নেতিবাচক শক্তির নাশ হয়।
10/10
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola