Daily Horoscope : স্বাস্থ্য নিয়ে ভোগান্তির শঙ্কা এই রাশির জাতকদের, কেমন যাবে আপনার দিন ?
মেষ (Aries)- শুভ দিন। বাড়তি পদক্ষেপ নিয়ে বাড়িয়ে দিন সাহায্যের হাত। কাজের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা। পেতে পারেন প্রাপ্য স্বীকৃতি। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ (Taurus)- কাছের মানুষদের সঙ্গে কাটবে। আর্থিকভাবে বুঝেশুনে চলার দিন। আটকে থাকা আইনি জটিলতা কেটে যেতে পারে। নতুন কাজের খোঁজ শুরু করার সময় এসেছে।
মিথুন (Gemini)- আর্থিকভাবে শুভ যোগ। চাপমুক্ত হয়ে নিজের কাজ করুন। কাজের ব্যস্ততা সরিয়ে রেখে পরিবারের সঙ্গে সময় বের করা প্রয়োজন।
কর্কট (Cancer)- কাজের ক্ষেত্রে শুভ দিন। ভ্রমণের যোগ রয়েছে। কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থাভাজন হয়ে উঠবেন। খেয়াল রাখুন স্বাস্থ্যের।
সিংহ (Leo)- ভাল খবর পেতে পারেন। কাজের ক্ষেত্রে যা আসার সম্ভাবনা বেশি। ঘর-বাড়ি কেনা বা সারানোর যোগ রয়েছে।
কন্যা (Virgo)- বুঝেশুনে কথা বলুন। পড়াশোনার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের ভাল সময়। কোনও বিষয় নিয়ে ধন্দ থাকলে আস্থাভাজন কারোর সঙ্গে পরামর্শ করে এগোন।
তুলা (Libra)- স্বাস্থ্য ভোগাতে পারে। পরিবারের লোকজনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মাথা ঠান্ডা রাখুন, কাজের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে।
বৃশ্চিক (Scorpio)- চোখের সমস্যার আশঙ্কা। একাধিক ব্যস্ততায় দিন কাটবে। স্বাস্থ্য খানিক ভোগানোর আশঙ্কা থাকলেও মোটের ওপর ভাল দিন কাটবে।
ধনু (Sagittarius)- বাড়তি খরচ নিয়ে চিন্তা। দরকারে থাকা কারোর পাশে দাঁড়াতে পেরে মানসিক শান্তি। কোনও বিষয় অস্বস্তি বাড়ালে তর্কের বদলে এড়িয়ে চলার চেষ্টা করুন।
মকর (Capricorn)- কাছের মানুষদের চটিয়ে ফেলতে পারেন। মানসিক শান্তি বজায় রাখতে খানিক মেডিটেশন করতে পারেন। কাজের ক্ষেত্রে অবশ্য ভাল দিন। রয়েছে প্রোমোশনের যোগও।
কুম্ভ (Aquarius)- পরিবারকে সময় দিন। দরকারী কাজগুলি সময়ে শেষ করার দিকে এগোন। ভবিষ্যতের কথা ভেবে সেভিংসের দিকে বাড়তি নজর দেওয়া প্রয়োজন।
মীন (Pieces)- কাজে সাফল্য। ভাল দিনের যোগ। ঋণ নেওয়ার ভাবনা চিন্তা নিলে ভুগতে হতে পারে। পরিবারের কোনও লোক তুচ্ছ কারণে অসন্তুষ্ট হতে পারেন ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -