7 February Horoscope : প্রিয়জনের সঙ্গে কার বিবাদের শঙ্কা, কার প্রেমে শুভ, দেখে নিন কী বলছে আপনার রাশি
শুভ দিন, আর্থিক যোগ। কর্মক্ষেত্রে ভাল কাটবে। ঘুরতে যাওয়ার পরিকল্পনায় দিন জোর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আর্থিক যে চিন্তা ভোগাচ্ছিল, কেটে যাওয়ার সম্ভবানা।
কাজে শুভ, পরিবারকে সময় দিন। সামনেই আর্থিক উন্নতির যোগ, সতর্ক ছাড়ুন, হাতছাড়া করবেন না।
প্রেমে শুভ দিন, কঠিন সময় কেটে যাবে। কাজের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ব্যস্ত রাখবে।
মনকে শান্ত রাখুন। কুচক্রীকে উত্ত্যক্ত করার চেষ্টা করবে। ফাঁদে পা দেবেন না।
কাছে-পিঠে ভ্রমণের যোগ। শরীরচর্চায় জোর দিন।
সম্পর্কে সময় দিন, আর্থিক যোগ। ঘুরতে যাওয়ার পরিকল্পনা দ্রুতই বাস্তবায়িত হবে।
বুঝেশুনে খাবার খান। তেল, ঝাল, মশলা এড়িয়ে চলুন। খেয়াল রাখুন মানসিক স্বাস্থ্যেরও।
প্রিয়জনের সঙ্গে বিবাদের আশঙ্কা। মন থাকবে প্রচণ্ড অশান্ত।
মনের মতো মানুষদের সঙ্গে দেখার সুযোগ। বিশেষ করে প্রিয়জনের সঙ্গে ভাল সময় কাটানোর যোগ।
ব্যস্ততায় কাটবে, কাজে শুভ। নিজের খেয়ালও রাখুন।
কর্মক্ষেত্রে বিবাদের শঙ্কা। মাথা ঠান্ডা রাখুন। এড়ানো যাবে সমস্তটা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -