Horoscope Prediction:ব্যবসায় মুনাফা না হওয়ার আশঙ্কা কাদের? আইনি বিষয়ে নজর রাখবেন কারা? কেমন কাটবে আপনার আজকের দিন?
Ajker Rashifal: কেমন কাটবে আপনার দিন? একঝলকে আজকের বিস্তারিত রাশিফল জেনে নিন...
ব্যবসায় মুনাফা না হওয়ার আশঙ্কা কাদের? আইনি বিষয়ে নজর রাখবেন কারা? কেমন কাটবে আপনার আজকের দিন?
1/12
এই মঙ্গলবার দিনভর বাড়তি উদ্দীপনা অনুভব করতে পারেন মেষ রাশির জাতক-জাতিকারা। ফলে সব কাজে অংশগ্রহণের চেষ্টা দেখা যেতে পারে। কিন্তু এই বাড়তি 'এনার্জি' সঠিক কাজে ব্যবহার করতে পারার মধ্যে লক্ষ্যজয়ের সম্ভাবনা লুকিয়ে রয়েছে। অন্যদের কাজ নিয়ে চিন্তা আপনার নিজের কাজে বাধা তৈরি করতে পারে।
2/12
ভাল-মন্দ মিশিয়ে দিনটি কাটার সম্ভাবনা থাকছে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। সন্তানের উন্নতির দিকে আশার আলো রয়েছে। তবে কর্মক্ষেত্রে নতুন শত্রু তৈরি হতে পারে। পুরনো ভুল থেকে শিক্ষা নেওয়া দরকার।
3/12
ভাই-বোনের সঙ্গে কোনও অশান্তি থেকে থাকলে এই মঙ্গলবার মিটতে পারে। মিথুন রাশির জাতকদের যাঁরা রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন, তাঁরা দ্রুত সিদ্ধান্ত নিন। না হলে বড়সড় আক্ষেপ অপেক্ষা করে থাকতে পারে। আশপাশের মানুষজন সম্পর্কে সতর্ক থাকুন।
4/12
আর্থিক দিক থেকে মঙ্গলবার দিনটি ভাল ভাবে কাটতে পারে। দীর্ঘ সময় ধরে বকেয়া পড়ে থাকা কোনও টাকা পেতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার। দীর্ঘ সময় ধরে বাকি থাকা কোনও কাজ মাথাব্যথার কারণ হতে পারে।
5/12
কাজ নিয়ে চিন্তা বাড়তে পারে। কোনও আত্মীয়ের সাহায্যে কাজ শেষ করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে অশান্তির আশঙ্কা থাকছে। মূলত, সঙ্গীর খামখেয়ালিপনার জন্য অশান্তি তৈরি হতে পারে। সন্তানের কোনও স্বীকৃতিতে বাড়ির পরিবেশ ভাল হওয়ার সম্ভাবনা থাকছে।
6/12
আয়-ব্যয়ের ভারসাম্য রাখা দরকার। বন্ধুর কোনও কথায় খারাপ লাগতে পারে। স্টক মার্কেট বা জুয়ায় বিনিয়োগের ভাবনা থাকলে কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে এগোতে পারলে ভাল। পড়ুয়াদের জন্য আপাতত কোনও সমস্যা নেই, তবে চোখের সমস্য়ায় ভুগতে পারেন।
7/12
তুলা রাশির জাতক-জাতিকা পড়ুয়ারা কোনও পরীক্ষা দিয়ে থাকলে মঙ্গলবার দিনটি তাঁদের পক্ষে ভাল খবর নিয়ে আসতে পারে। কারণ মঙ্গলবার পরীক্ষার ফল বেরোলে তা ভাল কিছু খবর নিয়ে আসতে পারে। তবে আইনি বিষয়ে সতর্ক হওয়া দরকার।
8/12
কোনও কাজ বকেয়া থাকলে এই দিনে সে জন্য সমস্য়ায় পড়তে পারেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা। সফররত অবস্থায় তাঁদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য আসতে পারে। ভয়ঙ্কর কাজের চাপ আবহাওয়ার কারণে এদিন অসুস্থতার আশঙ্কা থাকছে, সুতরাং সাবধান থাকা জরুরি।
9/12
কর্মস্থলে চাপবৃদ্ধিতে ভয় পাবেন না। বরং পরিশ্রম করে কাজগুলি করে যাওয়ার চেষ্টা করুন। দূর সম্পর্কের কোনও আত্মীয়ের থেকে ফোনে ভাল খবর পেতে পারেন। পরিবারে কোনও সমস্যা থাকলে সদস্যদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা দরকার।
10/12
ব্যবসায় আশানুরূপ মুনাফা না হওয়ায় কিছুটা মনক্ষুণ্ণ ভাব দেখা দিতে পারে। তবে তাতে আপনার দৈনিক আয়-ব্যয়ে কোনও প্রভাব পড়বে না। যোগাভ্যাস এবং এক্সারসাইজ চালু রাখুন। না হলে শারীরিক দিক থেকে কিছু অস্বস্তি অনুভব করতে পারেন।
11/12
বাড়িতে নতুন অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে। সার্বিক ভাবে বাড়ির পরিবেশ ভালো থাকবে। তবে কারও সঙ্গে কথা বলার সময় কী শব্দ ব্যবহার করছেন, সে ব্যাপারে সতর্ক থাকা জরুরি।
12/12
ধর্মীয় কাজে যোগ দিয়ে মানসিক শান্তি অনুভব করতে পারেন। কাউকে, অতীতে ঋণ দিয়ে থাকলে এই দিন তা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকছে।
Published at : 07 May 2024 06:01 AM (IST)