Daily Horoscope : রবিবার বাড়তি খরচের আশঙ্কা, চিন্তা ভোগাবে কাদের ? কেমন যাবে আপনার দিন ?
মেষ (Aries)- ব্যক্তিগত জীবনে ব্যস্ততা বাড়বে। কাছের লোকজনের ক্রমাগত খোঁচা বিরক্তি বাড়াতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ (Taurus)- নিজেকে সময় দিন। প্রেমের দিকে ভাল দিন। কাছের মানুষদের সমর্থন পাবেন। শান্ত মনে এগিয়ে যান।
মিথুন (Gemini)- মনের কথা শুনে চলুন। পেশাগত ক্ষেত্রে নতুনভাবে তৈরি হন। মন শান্ত রাখতে পারলে খানিক মেডিটেশন করুন।
কর্কট (Cancer) - অতিরিক্ত ভাবনাচিন্তা বাড়াতে পারে অস্বস্তি। খানিক জোর দিন শারীরিক কসরত করার দিকে। ব্যালেন্স ডায়েটের দিকে নজর দিন।
সিংহ (Leo) - অত্যন্ত শুভ দিন। রয়েছে অর্থযোগ । স্বাস্থ্যের দিক থেকে স্বস্তি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রেও আনন্দে কাটবে।
কন্যা (Virgo)- পরিবারকে সময় দিন। সম্পর্কে তিক্ততা আসতে পারে। ভুল বোঝাবুঝি এড়াতে শান্ত মাথায় আলোচনার পথ ধরুন।
তুলা (Libra)- অতীত পিছনে ছাড়ুন। কথাবার্তায় খানিক সংযম রাখুন। কাউকে দুঃখ দিয়ে ফেলতে পারেন। আর্থিক উন্নতির যোগ।
বৃশ্চিক (Scorpio)- বন্ধুদের সঙ্গে সময় কাটবে। দীর্ঘদিন পরে কারোর সঙ্গে দেখা হতে পারে। ভাল দিন কাটবে।
ধনু (Sagittarius)- কর্মজীবনে নজর দিন। সামাজিক দিক থেকে ভাল সময় কাটবে। দৈনন্দিন জীবনযাপন বদলের দিকে নজর দিন।
মকর (Capricorn)- ভ্রমণের যোগ রয়েছে। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। নিয়ন্ত্রিত খাওয়া-দাওয়া করুন।
কুম্ভ (Aquarius)- আশঙ্কা রয়েছে বাড়তি খরচের। পরিবারের সঙ্গে কাছেপিঠে ভ্রমণের যোগ রয়েছে। সুখবর পেতে পারেন।
মীন (Pisces)- প্রেমের জন্য ভাল দিন। প্রবল উদ্যমের সঙ্গে দিন কাটানোর সম্ভাবনা। আবেগ খানিক নিয়ন্ত্রণে রেখে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -