Horoscope Today: সন্তানের জন্য কেন বাড়বে খরচ? সম্পর্কের টানাপড়েনে ভুগবেন কারা?
আজ পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবেন। আজ কোনও বড়সড় ব্যবসায়িক চুক্তি করার সুযোগ আসতে পারে। এদিন আপনার জন্য লাল রং শুভ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাজারে কঠিন প্রতিযোগিতা থাকবে, তবুও ব্যবসায় ভাল লাভ হবে। এজিন নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে ভাল ফল পাবেন। পেট বা খিদে-সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। সৌভাগ্যের জন্য সাদা রং ব্যবহার করতে পারেন।
সন্তানের কারণে খরচ বাড়তে পারে। পায়ে ব্যথা সংক্রান্ত সমস্যায় ভুগতে হতে পারে। ঘনিষ্ঠ বৃত্তে থাকা কারও উপর বা পরিবারের কোনও সদস্যের উপর রাগ করবেন না। এদিন আপনার জন্য শুভ রং হলুদ।
ব্যবসা নিয়ে চাপ থাকতে পারে। মানসিক চাপ অনুভব করতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ যন্ত্র বা গাড়িতে সমস্যা হতে পারে। জীবনসঙ্গীর সাথে কথা বললে চাপ কাটবে। যে সমস্যাই হোক মিটে যাবে।
প্রেমের সম্পর্কে টানাপড়েন এদিন মিটে যাবে। নতুন কোনও বন্ধু হতে পারে। কাছাকাছি কোথাও ঘুরতে যেতে পারেন। পড়াশোনার জগতে যাঁরা রয়েছেন, তাঁরা ভাল ফল করতে পারেন।
কোনও ঘনিষ্ঠ আত্মীয়কে অর্থ সাহায্য করতে হতে পারে। কেউ কেউ আপনার কথার ভুল ব্যাখ্যা করতে পারে, তাই কথা বলার আগে সাবধানে থাকুন। পরিস্থিতি যাই থাকুক, তার উন্নতির ইঙ্গিত রয়েছে। এদিন সৌভাগ্যের জন্য সবুজ রঙ ব্যবহার করুন।
পরিবারের প্রয়োজনে খরচ করতে দ্বিধা করবেন না। নতুন কোনও প্রকল্পে কাজ শুরু করতে পারেন। মনের কোনও ইচ্ছেপূরণ হতে পারে। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়তে পারে। সাদা রং এদিন আপনার জন্য ভাল। আপনার দিন ভাগ্য যোগ করবে।
দূরের কোনও যাত্রায় আপাতত যাবেন না। ঋণ-সংক্রান্ত কারণে আপনি এদিন সমস্যায় থাকতে পারেন। এদিন কাউকে কোনও প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। সৌভাগ্যের জন্য লাল রং ব্যবহার করুন।
কোনও সামাজিক কার্যকলাপে যোগ দিতে পারেন। কোনও নতুন কাজ শুরু করার জন্য আজকের দিনটি অত্যন্ত ভাল। পৈতৃক সম্পত্তি থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এদিন আপনার জন্য হলুদ রং শুভ।
আপনি কোনও গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে অসাবধান হতে পারেন। যেকোনও সমস্যায় সন্তানদের পাশে পাবেন। এদিন সব কাজই অত্যন্ত ধীর গতিতে চলবে, যদিও সবগুলিই শেষ হবে।
সহকর্মীরা সমস্যায় ফেলতে পারে। কাজের যোগ্য সম্মান নাও দিতে পারে। পেটে প্রদাহজনিত সমস্যা হতে পারে। ছোটখাটো বিষয়ে পরিবারের কোনও সদস্যের সঙ্গে তর্ক করবেন না।
বাড়িতে মানসিক শান্তি পাবেন না। ডায়েটে খেয়াল রাখুন। জাঙ্ক ফুড বা অতিরিক্ত মশলাদার কোনও খাবার এড়িয়ে চলুন। মেডিটেশন ও যোগব্যায়াম করলে ভাল ফল মিলবে। এদিন হলুদ রং আপনার জন্য ভাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -