Vastu Tips : বাথরুম-সম্পর্কিত এই নিয়ম উপেক্ষা করবেন না, চরম আর্থিক দুরবস্থা দেখা দিতে পারে !
ঘরের প্রতিটি কোণে শক্তি রয়েছে। এমনই বলে বাস্তুশাস্ত্র। এমনকী ঘরে থাকা বিভিন্ন বস্তুতেও রয়েছে বিশেষ শক্তি। যার প্রভাব পড়ে বাড়ির সদস্যদের ওপর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাস্তু অনুসারে, বাড়ির প্রতিটি ঘরের জন্য নির্দিষ্ট দিক নির্ধারণ করা হয়েছে। কারণ, সেখান থেকে যে শক্তি বের হয় তা পুরো বাড়িতে প্রভাব ফেলে।
আধুনিক যুগে বিভিন্ন কায়দায় বাড়িঘর তৈরি করা হয়। নিজের মনের মতো করে তাকে সাজিয়ে তোলে সকলেই। হাতের কাছে সুযোগ সুবিধা গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেয়। বিশেষ করে, ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুম তৈরির দিকে ঝোঁকে অধিকাংশ মানুষই।
এক্ষেত্রে অনেকেই কিছু নির্দিষ্ট নিয়ম না মেনে বাথরুম তৈরি করে। কিন্তু, এই কয়েকটি নিয়ম মাথায় রাখা উচিত।
সাধারণত ঘরের বেডরুমে অ্যাটাচড বাথরুম তৈরি করা হয়। বেডরুমের সঙ্গে সম্পর্কিত হওয়ায় স্বামী-স্ত্রীর সম্পর্কে এর প্রভাব পড়ে।
ঘুমানোর সময় খেয়াল রাখবেন আপনার পা যেন বাথরুমের দিকে না থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে, এর ফলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য শুরু হয়ে যায়।
এমনকী কথায় কথায় বাদানুবাদ লেগে থাকে, কখনো কখনো তা এমন জায়গায় পৌঁছে যায় যে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। এমনকী পরিবারের আর্থিক অবস্থারও অবনতি হয়।
শোওয়ার সময় বাথরুমের দরজা বন্ধ রাখা উচিত।
এছাড়া যেখানেই বাথরুম থাকুক না কেন, তার টয়লেট সিট সবসময় বন্ধ করে রাখুন। না হলে তার থেকে নেতিবাচক শক্তি বেরিয়ে আর্থিক ক্ষতি হতে পারে।
ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -