Weekly Horoscope: ব্যবসায় ঝুঁকি নয়, সঙ্গীর সঙ্গে সময় কাটান, দেখুন কেমন যাবে এই সপ্তাহ
মেষ রাশি- এই সপ্তাহে উদ্দীপনা থাকবে আপনার মধ্যে। নিজের লক্ষ্য বুঝতে পারবেন, যা আপনাকে স্বস্তি দেবে। দীর্ঘদিন ধরে কোনও রোগে ভুগে থাকলে এবার তা থেকে আরোগ্যলাভ করবেন। কাজের দক্ষতায় প্রতিযোগীদের পিছনে ফেলবেন আপনি। আইনিক্ষেত্রেও সফল হবেন। কাজের ক্ষেত্রে আপনার চেষ্টার ফল মিলবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়বেন। নতুন কোনও উদ্যোগে ঋণ মিলতে পারে। নতুন কোনও সম্পর্ক শুরু করার জন্য ভাল সময়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযা লক্ষ্য রয়েছে, এই সপ্তাহে সেগুলি পূরণ করতে পারবেন। যা কাজের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। চাপের সময় দক্ষতার সঙ্গে ভাল কাজ দেখাতে পারবেন। সরকারি ক্ষেত্রে যাঁরা রয়েছেন তাঁদের বদলির সম্ভাবনা রয়েছে। ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা একটু চাপের মুখে পড়তে পারেন। পিতৃস্থানীয় কারও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের দিকে খেয়াল রাখুন।
কর্মক্ষেত্রে শব্দ ব্যবহার নিয়ে সতর্ক থাকুন। কোনওরকম ভুল বোঝাবুঝি সমস্যা সৃষ্টি করতে পারে। কাজের ক্ষেত্রে চাপ বাড়বে যার জন্য মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তে পারেন। তার মধ্যেই আচমকা কোথাও যেতে হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে এই সপ্তাহে অত্যন্ত সতর্ক থাকুন। জমি-বাড়ির ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের ধৈর্য ধরতে হবে। পরিবারের সদস্যের সঙ্গে যেন টানাপড়েন না হয়, সেদিকে খেয়াল রাখুন।
এই সপ্তাহে একাধিক সাফল্যের মুখ দেখতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। কেউ কেউ দীর্ঘদিন ধরে আটকে থাকা পদোন্নতি পেতে পারেন, বাড়তে পারে বেতনও। ব্যবসায়ীরা ভাল কোনও ব্যবসায়িক চুক্তি পেতে পারেন। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে, যা সম্পর্কে আরও গভীরতা দেবে। পরিবারেও শান্তি বজায় থাকবে।
নিজের মেজাজের দিকে খেয়াল রাখুন। অযথা রাগের বহিঃপ্রকাশ করলে পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে। মনের মতো সঙ্গীর সঙ্গে যোগাযোগ হতে পারে।
ব্য়বসায়ীরা সামান্য সমস্যার মুখোমুখি হতে পারেন, মনের মতো লাভ নাও পেতে পারেন। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না। নয়তো ক্ষতির মুখে পড়তে পারেন। ব্যক্তিগত জীবনে মাথা ঠান্ডা রাখুন, নিয়ন্ত্রণে রাখুন রাগ।
আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। সহডজে মনের জোর হারাবেন না। কয়েকজনের কাজের সূত্রে বা ব্যবসার জন্য বিদেশযাত্রার যোগ রয়েছে। চাকরির ক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। আইনি মামলায় জড়িয়ে থাকলে এখনই কোনও সিদ্ধান্ত নেবেন না।
এই সপ্তাহ আপনার জন্য ভাল সময়। নিজের লক্ষ্যপূরণের জন্য ভাল সময় এটি। একাধিক উৎস থেকে আয় আসতে পারে। যা আর্থিক পরিস্থিতির উন্নতি করবে। এমন কোনও যোগাযোগ তৈরি হবে যার জন্য ভবিষ্যতে দীর্ঘমেয়াদি ক্ষেত্রে লাভের মুখে দেখবেন।
কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। যে কাজই হাতে নেবেন সফলভাবে সম্পন্ন হবে। তার ফলে কাজের জায়গায় প্রতিষ্ঠাও বাড়বে। সরকারি চাকুরেদের জন্য সুখবর অপেক্ষা করছে। যাঁরা নতুন কোনও উদ্যোগ নিতে চান, এটা ভাল সময়। ভাইবোনের কাছ থেকে সমর্থন মিলবে।
রোজগার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একাধিক উপায় আসবে। কাজের ক্ষেত্রে শত্রুতার সম্ভাবনা রয়েছে। তবুও ক্ষতি হবে না। যাঁরা উদ্যোগপতি,. তাঁদের জন্য এটা ভাল সময়, অর্থের জোগান থাকবে। প্রভাবশালী কোনও ব্যক্তির সাহায্যে ভাল সুযোগ আসবে।
যা লক্ষ্য ছিল তা পূরণ নাও হতে পারে। বেশ কিছু পরিবর্তনের কারণে সমস্যা হতে পারে। আত্মবিশ্বাসে ধাক্কা খেতে পারে। তবে তা সাময়িক হবে। যদিও এই শিক্ষার জন্য ভবিষ্যতে উপকার হবে।
ব্যবসার পার্টনারের সঙ্গে সম্পর্কে টানাপড়েন হতে পারে। নতুন কোনও ব্যবসা শুরু করবেন না। যাঁরা আমদানি-রফতানি ব্যবসায় রয়েছেন তাঁরা লাভের মুখ দেখতে পারেন। খরচ বাড়বে, সঞ্চয়ে নজর দিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -