Daily Astro:অযাচিত উপদেশ 'বিপদ' ডেকে আনতে পারে কাদের? কানের ব্যথায় সতর্ক হবেন কারা? কী বলছে আজকের রাশিফল?
পেশাদারদের জন্য দিনটি ভাল কাটার সম্ভাবনা। অফিসের পরিস্থিতি খুব ভাল থাকবে। সহকর্মী ও বস, দু'পক্ষই আপনাকে আজ খুব বেশি রকম ভরসা করবে। ব্যবসায়ীরা অবশ্য কোনও বড়সড় সিদ্ধান্ত নিয়ে মোটেও হন্তদন্ত করবেন না। সময় নিয়ে ভাল করে চিন্তা করুন। পরিবারের কোনও সদস্যের দুর্ঘটনায় আঘাত লাগার আশঙ্কা রয়েছে। কাজেই সাবধান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়, সেদিকে এখন থেকেই নজর দেওয়া দরকার বৃষ রাশির জাতক-জাতিকাদের। সঞ্চয়ের ব্যাপারে পরিকল্পনা করুন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, তাই অবিলম্বে আলসেমি ঝেড়ে ফেলতে হবে। যদি স্বাস্থ্য় ভাল না থাকে, তা হলে বাড়তি স্ট্রেস আপাতত না নেওয়াই শ্রেয়। এতে অসুস্থতা আরও বাড়তে পারে।
আর্থিক পরিস্থিতি ভাল হতে পারে। তবে কাজের জায়গা ও সময়ের দাবি মেনে নিজেকেও আপডেট করে নিতে পারলে ভাল। ব্যবসায়ীরা কোনও নথিপত্র অসম্পূর্ণ রাখবেন না। না হলে সরকারি তথা আইনি জটিলতায় পড়ার আশঙ্কা থাকছে। অল্পবয়সিরা আজ যদি মাথা ঠান্ডা রেখে কোনও কাজ করেন, তাতে উৎসাহ বাড়বে।
অযাচিত উপদেশ দেওয়ার ব্যাপারে সতর্ক হোন। আজ অন্তত এরকম কিছু এড়িয়ে চলাই ভাল। কাজের জায়গায় নিজের মতো করে কিছু করবেন না। বরং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে রকম বলছেন, সেই রকম নির্দেশ মেনেই কাজ করুন। তাতে উন্নতির সম্ভাবনা থাকছে। রিটেল ব্যবসায়ীদের আজ ব্যবসার নতুন ক্ষেত্র খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে।
ঘরে হোক বা বাইরে, আজ সব রকম সংঘাত এড়িয়ে চলা দরকার। পরিবারের কারও কারও আচরণ আপনার মনের মতো নাও হতে পারে। কিছু বিষয় নিয়ে আপনাদের মধ্যে মতভেদের আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তাভাবনা করলে অসুস্থতা আরও বেশি চেপে ধরতে পারে। ভারসাম্যপূর্ণ চিন্তা জরুরি।
সার্বিক ভাবে দিন ভাল কাটবে। পেশাদাররা কাজের জায়গায় অযথা উন্নাসিক আচরণ করবেন না। বাকিরা কে কী বলছেন, সেটিও কখনও সখনও শোনা দরকার। ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি কাউকে ঋণ দিয়ে থাকেন, তা হলে সেই ব্যক্তিকে আরও একবার সে কথা মনে করান। সময়মতো যাতে তিনি আপনার ঋণ চোকাতে পারেন, সে জন্য তাঁকে আজ আরও একবার এই কথা মনে করানো জরুরি।
পরিবারের সব কাজের দায়িত্ব কি আপনার উপর? সেক্ষেত্রে আজ আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। পড়ুয়ারা আরও বেশি করে লেখাপড়ায় মন দিন। তবে স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া দরকার তুলা রাশির জাতক-জাতিকাদের। কানে ব্যথা বা টিউমার সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। সুতরাং সতর্ক হলে ভাল। কোনও ব্যথা হালকা ভাবে নেবেন না। ডাক্তার দেখান।
যদি চাকরির খোঁজে থেকে থাকেন, তা হলে আজ কোনও সুখবরের সম্ভাবনা রয়েছে। আর যদি চাকুরিরত হন, তা হলে আপনার টিমের দক্ষতা বাড়ানোর জন্য আজ কোনও পরিকল্পনা করতে হতে পারে আপনাকে। কাজে নিখুঁত হওয়া দরকার। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা এই ব্যাপারে সতর্ক হলে ভাল।
নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। আজ বাবা বা মায়ের সঙ্গে কোনও অভিজ্ঞতা ভাগ করে নিলে দেখবেন, তাঁরাও হয়তো তাঁদের কোনও অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করে নিচ্ছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলে আজ রোগমুক্তির সম্ভাবনা রয়েছে।
কাজের জায়গায় যেটি আপনার স্পেশালাইজেশন, সেই দিকে আরও বেশি নজর দেওয়া জরুরি। আজ এমন কোনও পেশাদারি সিদ্ধান্ত নেবেন না যাতে পরে পস্তাতে হয়। ব্যবসায়ীরা কাউকে টাকা ধার দিয়ে থাকলে, আজ তা ফেরত পেতে পারেন।
আজ নতুন চাকরির সম্ভাবনা থাকছে। হাতের দিকে বাড়তি খেয়াল রাখুন। বিশেষত মেশিন নিয়ে কোনও কাজ করলে, আরও বেশি সতর্ক থাকুন। না হলে বিপদ হতে পারে। মহিলাদের আরও বেশি বাইরে কাজের সুযোগ করে দেওয়া দরকার।
শিক্ষকতার পেশায় থাকলে আজ ভেবেচিন্তে শব্দপ্রয়োগ করা দরকার। হঠাৎ কোনও এমন কথার ব্যবহার পড়ুয়াদের উপর কুপ্রভাব ফেলতে পারে। তা বাদে, পরিবারের সঙ্গে বেড়ানোর কোনও 'প্ল্যান' করে ফেলতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -