21 February Horoscope : চিন্তা-উদ্বেগে কাটবে দিন, ভোগাবে অস্থিরতা, দেখে নিন কী রয়েছে আপনার রাশিতে

কর্মক্ষেত্রে শুভ। অতিরিক্ত আত্মবিশ্বাস ভোগাতে পারে। খেয়াল রাখুন কথাবার্তার ওপর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বাকি থাকা কাজ শেষ করুন। হচ্ছে-হবে মানসিকতা ত্যাগ করতে হবে।

ভয় ও উদ্বেগ ভোগাবে। কোনও মিথ্যে অপবাদ জুটতে পারে।
খানিক বিরতি প্রয়োজন। মানসিক ক্লান্তি ভোগাতে পারে।
আর্থিক যোগ। হঠাৎ করে দীর্ঘদিন আটকে থাকা টাকা হাতে পেয়ে যেতে পারেন।
কাছের লোকদের সঙ্গে সময় কাটবে। শুভ দিন।
অর্থ, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। খাওয়া দাওয়া নিয়ে খেয়াল রাখুন।
ব্যস্ততায় কাটবে। সময়ে কাজ শেষ করতে মুশকিল হবে। অফিসে বিবাদের শঙ্কা।
কঠোর পরিশ্রমের ফসল পাবেন। কাজে ব্যস্ততা। পরিবারকে সময় দেওয়ার কথা ভুলবেন না।
মনোসংযোগ বজায় রাখুন। পরিকল্পনা অনুযায়ী কাজ ঠিকমতো বাস্তবায়িত নাও হতে পারে।
শুভ দিন, কর্মে বিলম্ব। কাজ বেশি ফেলে রাখবেন না। সময়ে শেষ করার চেষ্টা করুন।
বাড়তি ভাবনা এড়ান। বর্তমানে বাঁচুন। দীর্ঘদিন ধরে করা কাজের সুফল পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -