Horoscope:কোন রাশির জাতকদের ব্যবসায় লাভের সম্ভাবনা? সঙ্গীর সঙ্গে ভাল মুহূর্ত কাটবে কাদের? জেনে নিন আজকের রাশিফল
স্বাস্থ্যের দিকে নজর রাখুন। মানসিক দিক থেকে কোনও কারণে অশান্তিতে থাকলে তার জের শরীরেও পড়তে পারে। কাজেই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা দরকার। নিজের পাশাপাশি মা-বাবার শরীরের দিকেও যত্ন নিন। অসুস্থ হলে দ্রুত ওষুধপত্রের ব্যবস্থা করুন। আজ, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে সঙ্গীর সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযাঁরা ট্র্যাভেল সংস্থায় কাজ করেন,তাঁরা যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ব্যাপারে সতর্ক থাকুন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে শেয়ারেবাজারে বিনিয়োগের বাড়তি সতর্কতা মাথায় রাখা দরকার। নাহলে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আপনার প্রিয় মানুষটি, এই বিশেষ দিন উপলক্ষ্যে এমন কোনও উপহার দিতে পারেন যাতে আনন্দে মন-প্রাণ ভরে যাবে। তবে স্বাস্থ্য়ের ক্ষেত্রে, ওজন বাড়লে একটু সতর্ক হোন।
কোনও বিষয় নিয়ে চিন্তিত থাকলে একলা সময় কাটাবেন না। না হলে অবসাদ ঘিরে ধরতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তায় থাকতে পারেন। কিন্তু এই চিন্তা মনের উপর চেপে বসতে দেবেন না। তা হলে স্বাস্থ্য়ের ক্ষতির আশঙ্কা রয়েছে।
কাজের জায়গায় বিশেষ ভাবে মহিলা সহকর্মীদের সঙ্গে অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। এতে সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। ব্য়বসায়ীদের ক্ষেত্রে কোনও অর্ডার বা সাপ্লাইয়ের কাজ শেষ করতে হলে আরও অনেক কাঠখড় পোড়াতে হতে পারে। তবে ধৈর্য্য ধরে কাজ করতে পারলে আর্থিক লাভের সম্ভাবনা থাকছে।
অন্যের কথায় কান দিয়ে গৃহশান্তি নষ্ট করবেন না। স্বাস্থ্যের কথা বলতে হলে, সিংহ রাশির জাতক মহিলারা বিশেষ ভাবে সতর্ক থাকুন। না হলে, রান্নাঘরে কোনও দুর্ঘটনা ঘটতে পারে। অল্পবয়সি পড়ুয়াদের কারও যদি কোনও বিষয় কঠিন বলে মনে হয়, তা হলে আরও বেশি করে সেটি নিয়ে চর্চা করা দরকার। তা হলে সহজ হবে।
পেশাদাররা আজ শুধু জরুরি কাজের দিকে নজর দিন। না হলে কাজ বাকি থেকে যেতে পারে, নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হওয়ারও আশঙ্কা থাকছে। ব্যবসায়ীরা যদি কোনও ঋণ নিয়ে থাকেন, তা হলে আসল বা সুদের অর্থ চোকাতে থাকুন। নয়তো ঋণদাতা সংস্থার তরফে এসে হুমকি দেওয়া হতে পারে।
বাড়িতে বিবাহযোগ্য কোনও সদস্য রয়েছেন? তাঁর জন্য উপযুক্ত সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। এই বিশেষ দিনে আপনার সঙ্গী আপনাকে মন ভাল করা কোনও 'সারপ্রাইজ' দিতে পারেন।
কর্মক্ষেত্রে অফুরন্ত এনার্জি টের পাবেন। যে কাজ-ই করুন, দ্রুত ও নিখুঁত ভাবে শেষ করে ফেলতে পারবেন। ট্র্যাভেল সংস্থার সঙ্গে যে ব্যবসায়ীরা জড়িত, তাঁদের বড় রকম কোনও অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। ভাল রকম আর্থিক মুনাফা হতে পারে। অল্পবয়সিদের কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। অশান্তি থাকলে মিটিয়ে ফেলুন। যাঁদের অ্যাজমা রয়েছে, তাঁদের আজ একটু সাবধানে থাকতে হবে। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরুন।
কাজের জন্য আপনার যে ভালোবাসা, সেটা আপনাকে অনেকটা সাহায্য করলেও কিছু ছোটখাটো ভুলে পস্তাতে হতে পারে। তাই একটু বাড়তি সতর্কতা জরুরি। ব্যবসায়ীরা কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধান। না হলে ক্ষতির আশঙ্কা থাকছে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
ভেবেচিন্তে কথা বলা জরুরি। বিশেষত সঙ্গীর সঙ্গে কথাবার্তায় যেন কোনও ভুল বোঝাবুঝি না থাকে, সেটা নিশ্চিত করা দরকার। একে অন্যের আবেগ বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে ভ্যালেন্টাইনস ডে-র উপহারও দিয়ে দেখতে পারেন।
আজ সার্বিক ভাবে ভাল দিন কাটবে। কাজে কোনও ভুল করে থাকলে সেই ভুলচুক খুঁজে বের করে শুধরে ফেলার চেষ্টা করুন। বাড়িতে দাদা-দিদি থাকলে তাঁদের সঙ্গে নিয়মিত কথাবার্তা বলার চেষ্টা করুন। পেট বা পায়ের সমস্যা হলে ফেলে রাখবেন না। দ্রুত ডাক্তার দেখান।
বাবা এবং পিতৃস্থানীয় ব্যক্তিদের সম্মান করা দরকার। সে ভাবে কোনও অসুস্থতা না থাকলেও শরীরের দিকে খেয়াল রাখা জরুরি। দাঁতের কোনও সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করুন। অফিসের কাজে তুমুল ব্যস্ত থাকতে পারে। ফলে আগে থেকে তৈরি কোনও প্ল্যান বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -